আদিম যুগের গুহা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস! অল্প খরচে ঘুরে আসুন বেলপাহাড়ীর এই জায়গা

পাহাড়ে (Hill) ঘুরতে যেতে কার না ভালো লাগে। আপনারও ভালো লাগে নিশ্চয়ই। কিন্তু সেই একঘেঁয়ে দার্জিলিং (Darjeeling), সিকিম (Sikkim) ঘুরে ঘুরে কি আপনিও বিরক্ত? নতুন কোনো জায়গা বিশেষ করে কোনও অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য।

ঘুরতে যেতে কার না ভালো লাগে। ব্যস্ততায় ভরা শিডিউল থেকে হাঁফ ছেড়ে বাঁচতে, বলা ভালো বুক ভরা অক্সিজেন নিতে অনেকেই আছেন যারা কোথাও না কোথাও ঘুরতে যেতে চান। কিন্তু সমস্যা হয় দুটো, এক সময় এবং অন্যটি হল টাকা। তবে এর চিন্তা নেই, আজ আপনাদের এমন এক জায়গায় সন্ধান দেবো যেখানে আপনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। আর খরচও হবে নামমাত্র।

   

এখানে গেলে আপনি পাহাড় তো আছেই সেইসঙ্গে নদী, জঙ্গল সবেরই মিশেল দেখতে পারবেন। বাড়ির কাছেপিঠে পাহাড় মানেই হল বেলপাহাড়ি। আর এই বেলপাহাড়ির (Belpahari) বুকে লুকিয়ে রয়েছে বেশ কিছু অফবিট জায়গা। তেমনই একটি অফবিট জায়গা হল চাতন হিল। হ্যাঁ ঠিকই শুনেছেন। কলকাতা থেকে এই জায়গাটির দূরত্ব খুবই কম। আপনি অনায়াসেই ট্রেন হোক বা নিজের গাড়ি করে ঘুরে আসতে পারবেন।

সাম্প্রতিক সময়ে বেলপাহাড়ির বেশ কিছু জায়গা এমন আছে যেখানে পর্যটকদের ভিড় বাড়ছে। বেলপাহাড়িতে তাম্র-প্রস্তর যুগের বহু নিদর্শন খুঁজে পেয়েছিল। এগুলোর অন্যতম ছিল চাতন পাহাড়। স্থানীয় ভাষায় চাতন ডুংরি (Chatan Dungri Cave)। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোরের পথে পড়ে বদাডি মোড়। এই মোড়ে রয়েছে চুয়াড় বিদ্রোহের নেতা দুর্জন সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি।

chatan hill

এখন নিশ্চিয়ই ভাবছেন যে জায়গাটিতে কীভাবে যাবেন? তাহলে ট্রেনে করে আগে ঝাড়গ্রাম স্টেশনে নামুন। এরপর সেখান থেকে গাড়ি বুক করে আপনি এই চাতন পাহাড়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর