ভয়ঙ্কর হচ্ছে বঙ্গোপসাগর, একটু পরেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় তুমুল দুর্যোগ! IMD অ্যালার্ট

ভ্যাপসা গরমের মাঝে বাংলার (West Bengal) আবহাওয়ার (Weather) বিরাট পরিবর্তন ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। এক কথায় তোলপাড় করা আবহাওয়ার সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। সেইসঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) ও দমকা হাওয়া।

এক কথায় বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে পড়বে সকলের। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যেন আবার নিজের রং দেখাতে শুরু করেছিল আবহাওয়া। ঠান্ডা তো নেই বরং উল্টে ভ্যাপসা গরম পড়তে শুরু করে দিয়েছে বাংলার একের পর এক জেলায়। যদিও এসবের মাঝেই বাংলাজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির করছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। হামলার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একের পর এক জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

   

আজ ২১ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। শুধু এ দিন নয়, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অফিসের রিপোর্ট। এমনকি ঝড়ের দাপটে লন্ডভন্ড হতে চলেছে সবকিছু বলে খবর। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে শহরে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে খবর, বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে।

rain black weather

দক্ষিণবঙ্গের দুর্যোগ

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া- এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আবহাওয়া দফতরের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, দার্জিলিংয়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর