দক্ষিণবঙ্গে ফের শীতের শিরশিরানি! আচমকাই মুড বদলাল আবহাওয়া, কতদিন থাকবে এমন?

আজ আচমকা ফের একবার যেন তাপমাত্রা কমল বাংলার। আজ শনিবার সকাল থেকেই কিছু মানুষের গায়ে উঠেছে সোয়েটার বা জ্যাকেট। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম স্বস্তিজনক আবহাওয়া (Weaher) গায়েব হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কি বৃষ্টি হবে? এই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস, যা আপনারও বাড়ি থেকে বেরোনোর আগে জেনে রাখা জরুরি বৈকি।

হাওয়া অফিসের মতে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯-৩০°সে এর আশেপাশে।

   

আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তে রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমান সময়ে বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে বেশ কিছুটা জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যে কারণে অশনি সংকেত যেন দেখা দিয়েছে বাংলায়। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আজ থেকে আগামী মঙ্গলবার অবধি বাংলার জেলায় জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও আজ কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা রয়েছে জানেন? আবহাওয়া বিজ্ঞানীদের মতে, শনিবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আজ ও আগামীকাল বৃষ্টিতে ভাসবে পুরুলিয়া, বাঁকুড়া ও অন্যান্য পশ্চিমী জেলা। উত্তরবঙ্গের (North Bengal) কথা বলতে গেলে, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে আবহাওয়া বদলের ঘোর সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে সাবধান হয়ে যান।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর