লটারি লাগল সিভিক ভলান্টিয়ারদের, এবার কনস্টেবল পদে নিয়োগ! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

খুব শীঘ্রই স্বপ্ন পূরণ হতে চলেছে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer)। বেশ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন যে সিভিক ভলান্টিয়াররা যদি ভাল কাজ করেন, তবে তাদের কনস্টেবল (Constable) হিসাবে পদোন্নতি দেওয়া যেতে পারে । এই বিষয়ে স্বরাষ্ট্র বিভাগকে তাদের পুলিশে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশিকা তৈরি অবধি করতে বলেছিলেন মমতা।

নবান্নে (Nabanna) বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়। তিনি জানান, “যে সব সিভিক ভলান্টিয়ার ভাল কাজ করছেন, তাঁদের কনস্টেবল পদে পদোন্নতি দেওয়া যেতে পারে। স্বরাষ্ট্র দফতর এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে পারে।” এবার রাজ্য সরকার (Government Of West Bengal) সেই কথাই রাখতে চলেছে বলে খবর।

   

সকলের কথা ভাবনাচিন্তা করে উদ্যোগী অবধি হয়েছে নবান্ন। জানা যাচ্ছে, বর্তমান সময়ে নাকি রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা  অনেকটাই কম। বেশিরভাগ থানায় রয়েছে ১৫ থেকে ২০ জন করে কনস্টেবল। এদিকে সামনেই রয়েছে লোকসভা ভোট। ফলে  সবদিক ভাবনাচিন্তা করে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার বলে খবর।

ইতিমধ্যে নাকি কিছু গাইডলাইন অবধি তৈরি হতে শুরু করেছে। জানা যাচ্ছে, এখন অনেকেই আছেন যারা শিক্ষিত। অথচ মনের মতো চাকরি না পেয়ে এই সিভিক ভলেন্টিয়ারের কাজকে বেছে নিচ্ছেন। তবে অনেকেই হয় বেতন নয়তো ভাতা নিয়ে খুশি নন। ফলে অনেকেই আছেন যারা কনস্টেবল পদে নিয়োগের দাবি তুলছেন। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারও উদ্যোগী।

civic volunteer

তবে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। প্রথমেই যে বিষয়টি উঠে আসছে সেটা হল বয়স। বেশিরভাগ সিভিক ভলান্টিয়ারের বয়স বর্তমানে ৩০ পার হয়েছে। দ্বিতীয়ত যেটা ব্যাপার হল উচ্চতা। সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয়, তা অধিকাংশের কাছেই নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কী ভাবে তাঁদের নিয়োগ করা যায়? সেটা নিয়ে উঠছিল প্রশ্ন। এছাড়া কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি ট্রেনিং জরুরি, সেটাও কিন্তু সিভিকদের ক্ষেত্রে থাকবে না। সেক্ষেত্রে তাহলে কীভাবে নিয়োগ হবে? উঠছে প্রশ্ন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর