বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি! আর কতদিন দুর্যোগ? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট

বর্তমানে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে যেন বাংলায়। কখনো মেঘ তো কখনো রোদ, আবার কখনো বৃষ্টি, এইরকম খামখেয়ালিপনায় ভরা আবহাওয়ার সাক্ষী রয়েছে বাংলা। আপাতত গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) জুড়ে আজ আবহাওয়া আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ দুই এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে গরম অনেকটাই কম হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

যদিও এখন বাংলায় টানা দুর্যোগ চলবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে মৌসম ভবন। আকাশ কালো করে ঝেঁপে নামবে বৃষ্টি। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। বর্তমানে ফাল্গুন চলছে। এদিকে আর কিছুদিন পরেই চলে আসবে দোল। যদিও সেওসবের আগে জাঁকিয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে। নাজেহাল পরিস্থিতি সকলের। এরই মাঝে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানা গিয়েছে।

   

জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

অন্যদিকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামীকাল অর্থাৎ রবিবার বেশি বৃষ্টি হবে এই তিন জেলায়। এর পাশাপাশি উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভিজতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বাংলায় এমন আবহাওয়া বিরাজ করবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর