আমূল বদল! মার্চ থেকে রেশন কার্ডে সামগ্রী নেওয়ায় নয়া নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকরা

রেশনিং (Rationing) ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ডিজিটাল রেশন কার্ডের (Ration Card) পর এবার ইপিওএস (electronic Point of Sale) পরিষেবা চালু করতে চলেছে সরকার। ePOS-এ নতুন কার্ডের জন্য গ্রাহকের আঙুলের ছাপও সরবরাহ করতে হবে। এর পরে রেশন দোকানে (ফেয়ার প্রাইস শপ) গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে।

ইপোস মেশিনে উপভোক্তার আঙুলের ছাপ আপলোড করে যখনই তিনি রেশন নিতে যাবেন, তার পুরো হিসাব খাদ্য দফতরের অফিসে পৌঁছে যাবে। এর একটি সুবিধা হবে যে এখন রেশনের কালোবাজারি হবে না। ePOS মেশিনে ফিঙ্গারপ্রিন্ট আপলোড বাধ্যতামূলক করা হয়েছে।

   

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করেনি পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ভর্তুকি বন্ধ করার কথা বললে রাজ্য সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে এই ePOS মেশিন চালু হবে? জানা যাচ্ছে, আগামী আগামী ১ মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা। গোটা দেশেই ১ মার্চ, ২০২৪ থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদের।

সুরক্ষা আইনে সুবিধাভোগীদের সঠিক পরিমাণে রেশন পাওয়া বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আইন সংশোধন করে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন দাঁড়িপাল্লায় বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল সরঞ্জাম যুক্ত করা হচ্ছে। সরকারের এই নিয়মে সুবিধাভোগীরা সঠিক পরিমাণে রেশনের সুবিধা পাবেন। একই সঙ্গে যেকোনো ধরনের অনিয়ম থেকে রক্ষা পাবে জনগণ। পয়েন্ট অফ সেল মেশিনটি উপলব্ধ করা হয়েছে এবং অনলাইন মোডের পাশাপাশি অফলাইন বোর্ডে কাজ করবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর