ভয়ঙ্কর হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, আজ বজ্রঝড় সহ ঝেঁপে বৃষ্টি! ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো

আচমকা বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ঘূর্ণাবর্তের (Vortex) কারণে বদলে গিয়েছে বাংলার (West Bengal) আবহাওয়া (Weather)। গতকাল রাতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। এদিকে আজ সকাল থেকেই বইছে ফুরফুরে হাওয়া।

যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের একবার বদল ঘটবে আবহাওয়ার বলে পূর্বাভাস জারি করেছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। এখনই কিন্তু মিলবে না কোনো রেহাই। কারণ আজও একইরকম পরিস্থিতি থাকতে পারে। আজও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বর্ষণের সম্ভাবনা।

   

আজ সকাল থেকেই মেঘলা রয়েছে বাংলার আকাশ। মনে হচ্ছে যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে আজ। সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? সেটা জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দিনভর কলকাতা শহরসহ বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে দমকা হাওয়া, দোসর হতে পারে বজ্রবিদ্যুৎ। সবথেকে বড় কথা আজকের পারদ মোটের উপর ঠান্ডাই থাকবে। ফলে বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা থাকলে আজ অন্তত আপনার অস্বস্তি না হওয়ার সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ

জানা যাচ্ছে, সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝারও সৃষ্টি হয়েছে। এই দুইয়ের মিশেলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আজ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে উপকূলীয় জেলাগুলোতে আজ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

rain bengal

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ-এ বৃষ্টি সম্ভাবনা হওয়ার সম্ভাবনা। ফলে আপনিও যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর