সরস্বতী পুজোয় ঠান্ডা, গরম না বৃষ্টি? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট! থাকতে হবে সাবধান

ঘন ঘন যেন মুড সুইং হচ্ছে বাংলার (West Bengal) আবহাওয়ার (Weather)। কখনো ঠান্ডা তো কখনো গরম…বাংলার পারদের এহেন ওঠানামার কারণে এখন ঘরে ঘরে মানুষের সর্দি, কাশি যেন লেগেই রয়েছে। সক কথায় এহেন আবহাওয়ার মুড বদলের কারণে বেজায় বিরক্ত সকলে।

সকাল, সন্ধ্যার দিকে বাংলার পারদ নিম্নমুখী থাকলেও দুপুরবেলা যেন বাড়ি থেকে বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে যতদিন যাচ্ছে। দুপুর বেলায় ভাবসা গরমে সকলের অবস্থা একপ্রকার নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে সামনেই রয়েছে সরস্বতী পুজো। প্রশ্ন উঠছে সরস্বতী পুজোর আগে কি বাংলার পারদ নামবে? নাকি উদুম গরম বাড়বে? এই প্রসঙ্গে এবার বড়সড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যা শুনে আপনিও চমকে যেতে পারেন।

   

বর্তমানে ক্রমশ যেন বাংলার পারদ ঊর্ধ্বমুখী। এর অবস্থায় পশ্চিমবঙ্গের আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে। আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? আজ কলকাতা তাপমাত্রাই বা কত জানেন? আপনি জানলে খুশি হবেন আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার ফের একবার কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে পৌঁছে যাবে। আজ সকাল থেকে ঠান্ডা অনুভূতি পাচ্ছেন বাংলার মানুষজন। তাহলে কি ফের একবার ১২-র নিচেও তাপমাত্রা নামতে পারে কলকাতার? উঠছে প্রশ্ন।

বলা ভালো নতুন করে বাংলায় আবহাওয়ার পাল্লা ঘুরতে চলেছে। সকাল থেকেই আজ বইছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় শুক্রবার বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ভিজতে পারে উত্তরবঙ্গ (North Bengal)। ভিজতে পারে শৈলশহর দার্জিলিং।

weather

উল্লেখ্য, চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মেদিনীপুরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে এছাড়াও আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ও বিষ্ণুপুরে ২৯.৫° সেলসিয়াস ডায়মন্ড হারবার এ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর