বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ফের এতটা নামবে পারদ! ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঠান্ডা (Winter) কি ফের ইউটার্ন নিয়ে ফিরে এল? আজ সকাল থেকে বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) দেখে সকলে এমনি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। বইছে ফুরফুরে ঠান্ডা হাওয়া। খবর মেঘে ঢাকা রয়েছে আকাশ। বৃষ্টি হবে কি আজ রবিবার ছুটির দিনে?

বর্তমানে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্তের (Vortex) সৃষ্টি হয়েছে। আবার একটি পশ্চিমী ঝঞ্ঝাও চোখ রাঙাচ্ছে। এদিকে এসবের জেরে বাংলার পারদ কখনো চড়ছে তো আবার কখনো নামছে। এমনি দফারফা হয়ে রয়েছে বাংলার আবহাওয়ার। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? আদৌ জানেন কেমন থাকবে বাংলার পরিস্থিতি? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

   

আপাতত আজ ও আগামীকাল সোমবার অবধি বাংলার আবহাওয়া মোটের ওপর এমনই থাকবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলোয় ১ থেকে দুই ডিগ্রি পারদ নামবে।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের মতে, আজ কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন বাংলার আবহাওয়া মোটের শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়বে হু হু করে। মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

weather
জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। নির্দিষ্ট করে বললে, রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির আভাস রয়েছে আজ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর