মাধ্যমিক পাসেই LIC-তে কাজের সুবর্ণ সুযোগ! চাকরির ঝুলি খুলল বীমা সংস্থা, বিপুল নিয়োগ

আপনিও কি চাকরি (Job) খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। চাকরির সন্ধানে আপনারও হন্যে হয়ে রাস্তায় ঘোরার দিন শেষ। কারণ এবার একপ্রকার চাকরির ঝুলি খুলে দিল এলআইসি (Life Insurance Corporation)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

৮০০ জনের জন্য শীঘ্রই নিয়োগ (Recruitment) শুরু হবে জীবন বীমা সংস্থা বা LIC-তে বলে খবর। সবথেকে বড় কথা, মাধ্যমিক পাশ (Madhyamik Pariksha) করলেই আপনি এলআইসি-তে চাকরির সুযোগ পাবেন। কোন পদে নিয়োগ হবে? কারা কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কী? ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে তাহলে ঝটপট পরে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

জানা যাচ্ছে, এলআইসির অ্যাপ্রেন্টিস ডেভলপমেন্ট অফিসার বা ADO পোস্টে কর্মী নিয়োগ হবে বলে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে পারে এলআইসি বলে কানাঘুষো শোনা যাচ্ছে। আপনার বকিস যদি ২১ থেকে ৩০-এর কোঠায় হয় এবং স্নাতক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অনায়াসেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরি পেতে অনলাইনে দু’বার দিতে হবে পরীক্ষা। এর পর থাকবে ইন্টারভিউ। ৮টি জোনের প্রতিটিতে এই পদে ১০০ জন করে নিয়োগের সম্ভাবনা রয়েছে। আর্টস, সায়েন্স ও কমার্স যারা করেছেন তাঁরা আবেদন করতে পারেন সহজেই।

জানা যাচ্ছে, ইচ্ছুক প্রার্থীদের তিনটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমস, মেইন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। পরীক্ষা হবে হিন্দি এবং ইংরেজিতে। প্রিলিমসে এক ঘন্টার অনলাইন টেস্ট হবে, প্রশ্ন থাকবে ১০০ টি। এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের মেইন্সে বসার সুযোগ দেওয়া হবে। সেখানে ১৬০ নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে দুঘন্টা। শেষ দফায় থাকবে ৩৭ নম্বরের ইন্টারভিউ।

lic job

বিস্তারিত জানতে ইচ্ছুক প্রার্থীদের https://licindia.in/ ওয়েবসাইটে পাখির নজর রাখতে হবে। কারণ সেখানেই পাওয়া যাবে আবেদন ফর্ম সহ অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে তথ্য। সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীদের ৭৫০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর