GST ফ্রি! বড় ঘোষণা Maruti-র, এই গাড়ি কিনলে গ্রাহকদের বাঁচবে ১.২০ লাখ টাকা

গাড়ি প্রেমী অথচ মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানির গাড়ি পছন্দ করেন না তা তো হতেই পারে না। আপনিও কি মারুতির গাড়ি পছন্দ করেন? আপনিও কি গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর।

মারুতি সুজুকির এক নম্বর গাড়ি ওয়াগন আর (Maruti Suzuki Wagon R) এখন থেকে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট অর্থাৎ সিএসডিতেও পাওয়া যাবে। এবার থেকে দেশে কর্মরত জওয়ানরাও এই গাড়ি কিনতে পারবেন। সিএসডি-তে এর প্রারম্ভিক দাম এক্স-শোরুমের থেকে ৮৭,৬৯৭ টাকা কম হবে। একই সময়ে, শীর্ষ ভেরিয়েন্টটি কিনলে ১,০৯,৪৬৩ টাকা হবে।

   

আপনি জানলে খুশি হবেন, Maruti এই গাড়ির দামের উপর কোনও জিএসটি (Goods and Services Tax) নেবে না সংস্থা। যার কারণে এই গাড়িটি এত সস্তা হবে। মারুতি সুজুকি ওয়াগনআর-এ গ্রাহকরা নেভিগেশন, ক্লাউড-ভিত্তিক পরিষেবা, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, রিভার্স পার্কিং সেন্সর, এএমটিতে হিল-হোল্ড অ্যাসিস্ট, চারটি স্পিকার, মাউন্টেড কন্ট্রোল, একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্টিয়ারিং হুইল সহ একটি ৭ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখতে পাবেন।

Maruti wagon r

এটি ডুয়ালজেট ডুয়াল ভিভিটি প্রযুক্তির সাথে 1.0-লিটার তিন-সিলিন্ডার পেট্রোল এবং 1.2-লিটার চার-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থেকে শক্তি আকর্ষণ করে। ১.০ লিটার ইঞ্জিনের মাইলেজ ২৫.১৯ কিমি প্রতি লিটার, সিএনজি ভেরিয়েন্টের মাইলেজ ৩৪.০৫ কিমি প্রতি লিটার। 1.2-লিটার কে-সিরিজ ডুয়ালজেট ডুয়াল ভিভিটি ইঞ্জিনের ২৪.৪৩ কিলোমিটার প্রতি লিটার জ্বালানী দক্ষতা রয়েছে (ZXI AGS / ZXI+ AGS ট্রিমস)।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর