খরচ ৩০৭ কোটি! আমূল বদল আসছে ব্যান্ডেল স্টেশনে, মিলবে বিশ্বমানের সুবিধা, ঘোষণা রেলের

আমূল বদলে যেতে চলেছে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন ব্যান্ডেল (Bandel Junction railway station)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আমূল বদলে যেতে চলেছে বাংলার এই রেল স্টেশনটি। পূর্ব রেলের (Eastern Railway Zone) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ ফেব্রুয়ারি ‘অমৃত ভারত স্টেশন প্রকল্পের’ (Amrit Bharat Station Scheme) আওতায় পশ্চিমবঙ্গ (West Bengal), ঝাড়খণ্ড (Jharkhand) এবং বিহারের (Bihar) ২৮ টি স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর শনিবার জানিয়েছেন, ২৮টি স্টেশনের পুনর্নির্মাণে আনুমানিক ৭০৪ কোটি টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ ফেব্রুয়ারি রেল স্টেশনগুলির সুবিধার উন্নতির জন্য ৫৫০টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

   

পূর্ব রেলের সদর দফতরে সাংবাদিকদের দেউস্কর জানান, ভার্চুয়াল পদ্ধতিতে তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে পূর্ব রেলের এক্তিয়ারভুক্ত ২৮টি স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গের ব্যান্ডেল ৩০৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সহ একটি বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার জন্য বড় পুনর্নবীকরণের কাজ সহ অর্থের একক বৃহত্তম অংশ পাবে।

রেল কর্তা আরো জানিয়েছেন, ৩৬ মিটার প্রশস্ত ডিপার্চার এয়ার কনকোর্স/রুফ প্লাজাসহ দুই পাশে ফুট-ওভার ব্রিজসহ বিশ্বমানের সুযোগ-সুবিধা নিয়ে স্টেশনটি পুনর্নির্মাণ করা হচ্ছে। পুরো স্টেশনটি সুবিন্যস্ত প্রবেশ / প্রস্থান পয়েন্ট সহ পরিবেশ বান্ধব হতে হবে। স্টেশনটিতে ওয়েটিং হলের মতো সমস্ত সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

bandel

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের মতে, ‘স্থানীয় মানুষের আবেগ বা স্টেশনের ঐতিহাসিক দিক বিবেচনা করেই স্টেশনগুলির নকশা তৈরি করা হয়েছে। ৭.৮৫ কোটি টাকা ব্যয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্প কল্যাণী গড়ে তোলা হচ্ছে।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর