কলকাতাঃ আরজি কর কাণ্ডের মধ্যে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখা যায়। ভিডিওতে দিদি নম্বর ১-কে নির্যাতিতার জন্য বিচার চাইতেও দেখা যায়। ভিডিও ভাইরাল হতেই রে রে করে তেড়ে আসে নেটিজেনরা। রচনার কান্নাকে কুম্ভীরের অশ্রুর সঙ্গে তুলনা করেন।
অহংকারী মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের
তবে শুধু রচনাই নন, আর জি কর কাণ্ডের প্রতিবাদ করে ভুয়ো শাঁখ বাজিয়ে কটাক্ষের মুখে পড়েন বাংলার আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। নেটিজেনরা কটাক্ষ করতেই ঋতুপর্ণা সেই ভিডিও ডিলিট করে দেন। পরপর দুই অভিনেত্রী ট্রোলড হওয়ার পর মুখ খোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা কটাক্ষকারীদের তুলোধোনা করে বলেন, ঋতুপর্ণা আর রচনা হওয়ার যোগ্যতা নাকি নেই তাঁদের। রচনার ওই মন্তব্যের পর ফের কটাক্ষ করেন নেটিজেনরা। রচনাকে অহংকারী বলেও কটাক্ষ করেন তাঁরা।
রচনা ব্যানার্জিকে বয়কটের ডাক
রচনার এমন ঔদ্ধত্যপূর্ণ কাজ মেনে নিতে পারেন নি কেউ। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রচনাকে বয়কটের ডাক ওঠে। পাশাপাশি তার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-র উপরেও আছড়ে পড়ে বিক্ষোভের আঁচ। বর্তমানে অনেকেই রচনার শো বয়কট করেছেন। যার জেরে দিদি নম্বর ওয়ানের TRP-ও কমেছে।
দিদি নম্বর ১-র TRP
দিদি নম্বর ওয়ানের টিআরপি গত কয়েক সপ্তাহের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে। গত ৮ই আগস্ট প্রকাশিত TRP চার্টে সানডে ধামাকা এপিসোডে দিদির সংগ্রহে ছিল ৫.৩ নম্বর, সপ্তাহের বাকি দিনের গড় টিআরপি ২.৪। অন্যদিকে গত ১৬ আগস্ট দিদি নম্বর-এর টিআরপি রবিবারের এপিসোডে ছিল ৫.৭, যা চলতি সপ্তাহে এক ঝটকায় কমে দাঁড়িয়েছে ৪.৭-এ। তাহলে এবার কী বন্ধ হয়ে যাবে বাংলার এই জনপ্রিয় শো? এখনই জি বাংলার পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অতীতেও দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি ছাড়াও চলেছে। দিন দিন এমন ভাবে টিআরপি কমতে থাকলে, হয়ত জি বাংলা বড়সড় সিদ্ধান্ত নিতে পারে।