পর্ণাকে হারিয়ে টপার ফুলকি, সেরার দৌড়ে এগিয়ে এল স্টার জলসাও! দেখুন এ সপ্তাহের TRP লিস্ট

কলকাতাঃ টিআরপির হেরফের কাকে বলে তা প্রতি সপ্তাহে টের পাচ্ছেন বিনোদনপ্রেমী থেকে শুরু করে বাংলা চ্যানেলগুলি। এমনিতে যারা সিরিয়ালপ্রেমী তাঁরা বৃহস্পতিবার দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ এই লক্ষ্মীবারেই জানা যায় কোন সিরিয়াল বেঙ্গল টপার হল আবার কোন সিরিয়াল টিআরপি তালিকা থেকে ছিটকে গেল। আজও তার ব্যতিক্রম ঘটল না। এই সপ্তাহেও টিআরপি তালিকা বিরাট হেরফের লক্ষ্য করা গেল।

বেঙ্গল টপার কে হল?

আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল এই সপ্তাহে বেঙ্গল টপার হল? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। জানিয়ে রাখি, চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ফুলকি সিরিয়াল। চলতি সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে জি বাংলার ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে স্টার জলসা। চলতি সপ্তাহে ৬.৯ রেটিংস নিয়ে দ্বিতীয় হয়েছে কথা। এভিকে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে কথা। সে কি এভিকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সেটাই এখন প্রশ্ন।

দেখে নিন কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে

  • ৬.৮ রেটিংস পেয়ে তৃতীয় নিম ফুলের মধু ।
  • ৬.৪ রেটিংস পেয়ে যুগ্ম চতুর্থ কোন গোপনে মন ভেসেছে, গীতা LLB ।
  • ৬.২ রেটিংস পেয়ে পঞ্চম উড়ান ।
  • ৬.০ রেটিংস পেয়ে ষষ্ঠ শুভ বিবাহ ।
  • ৫.৮ রেটিংস পেয়ে সপ্তম রোশনাই ।
  • ৫.২ রেটিংস পেয়ে অষ্টম বধূয়া ।
  • ৪.৯ রেটিংস পেয়ে নবম মিঠিঝোরা (45min) ।
  • ৪.৭ রেটিংস পেয়ে যুগ্ম দশম অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল ।

নন ফিকশনে কে এগিয়ে

  • রন্ধনে বন্ধন, দিদি No. 1 S9 2.2
  • দিদি No. 1 S9 Sunday 4.7
  • Jalsha Fictions 6.4
  • SRGMP 6.4
  • Jalsha Fictions 4.3
  • ইষ্টি কুটুম 1.4 & 1.5 & 2.0
  • খড়কুটো 1.8 & 1.2
Avatar

সম্পর্কিত খবর