বাংলার একমাত্র রেল স্টেশন, যার ৭টি প্ল্যাটফর্ম! আর প্রতিটি থেকেই ট্রেন যায় ভিন্ন জংশনে

ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) যাতায়াত করেন। আমাদের দেশের প্রতিটি ট্রেন প্রায় প্যাকড অর্থাৎ ভিড়ে ঠাসা হয়েই চলে। আপনিও নিশ্চয়ই ভারতীয় রেলে কখনো না কখনো ভ্রমণ করে থাকবেন নিশ্চিয়ই।

এই ভারতীয় রেলের সঙ্গে একদিকে যখন মানুষ রোজকার যেমন যাতায়াত করেন, ঠিক তেমনই এই রেলকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আপনারও কি ভারতীয় রেল নিয়ে কৌতূহলের শেষ নেই? বিশেষ করে ভারতীয় রেল স্টেশনগুলি (Train Station) নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন জাগে।

   

আজ এই প্রতিবেদনে কথা হবে বছরের পর বছর ধরে বর্ধমানের গৌরব বাড়িয়ে আসা কাটোয়া জংশনকে (Katwa Junction railway station) নিয়ে। এই কাটোয়া জংশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে কাটোয়া স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে জোরকদমে। পূর্ব রেলের (Eastern Railway zone) এই স্টেশন দিয়ে মাসে প্রায় ৪ লক্ষ যাত্রী যাওয়া-আসা করেন।

এছাড়া আগামী দিনে প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি, লিফটের ব্যবস্থা থাকবে। স্টেশনে ঢোকার দু’টি তোরণ করা হবে। পার্কিং জোনের আয়তন অবধি বাড়ানো হবে। তবে আপনি এই কাটোয়া জংশন সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানেন? অনেকেই আছেন যারা কাটোয়া রেলস্টেশন নিয়ে একটি বিশেষ বিষয় সম্পর্কে জানেন না।

এই কাটোয়া স্টেশন হল একমাত্র সেই রেল স্টেশন, যেখানে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে এবং যার গুরুত্ব অনেক। এই সাতটি স্টেশন দিয়েই সাতটি ভিন্ন রেল স্টেশনে যাওয়া যায়। সেই রেলস্টেশনগুলি হল আজিমগঞ্জ জংশন, রামপুরহাট, আহমেদপুর, হাওড়া, বর্ধমান জংশন, ব্যান্ডেল জংশন এবং নৈহাটি, শিয়ালদহ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর