বউয়ের সঙ্গে ঝগড়া করে বাজারে, মাংসের সাথে কেনেন লটারিও! ভাগ্য খুলে গেল নাপিতের

কথাতেই আছে, ভগবান যখন দেন তখন দু’হাত ভরে দেন। বাড়িতে বউয়ের সঙ্গে রাগারাগি করে পেশায় নাপিত বাজারে গিয়েছিলেন মাংস কিনতে। তবে তার এই মাংস কিনে যাওয়াই যে ভাগ্য বদলে দেবে সেটা কে ভাবতে পেরেছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আসলে নাপিত হয়ে খুব কম টাকাই উপার্জন করতে পারেন নিবাস চন্দ্রশিলের। এদিকে সংসারে নিত্য অনটন। স্ত্রীর সঙ্গে নিত্য দিন ঝগড়াঝাটি তো লেগেই থাকে। রবিবারও তার ইতি হয় না। সেদিন সকালেও স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাজার করতে বেরোন নিবাস। এরপর বাজার থেকে মাংস এবং ৩০ টাকার লটারি কিনে বাড়ি ফেরেন তিনি। কিন্তু কে ভাবতে পেরেছিল জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ির দামবাড়ি এলাকার নিবাস চন্দ্রশিলের সঙ্গে এমন কিছু ঘটবে যা তাঁর জীবনকে এক কথায় নাড়িয়ে রেখে দেবে।

   

এই ৩০ টাকার লটারির (Lottery) টিকিটই (Ticket) তাকে কোটিপতি বানিয়ে ছাড়ল। শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি। আর এরকম খবর বেশিক্ষণ চাপা থাকে না। দামবাড়ি এলাকাতেও শোরগোল পড়ে গিয়েছে। এদিকে লটারিতে যে এক কোটি টাকা জিতেছেন নিবাস সেটা যেন বিশ্বাসই করতে পারছেন।

লটারিতে কোটি টাকা জেতার পর নিবাস জানিয়েছেন, তিনি এই প্রথম লটারির টিকিট কেটেছেন এমন নয়। মাঝে মাঝে সুযোগ পেলেই তিনি লটারির টিকিট কাটেন। আর এবার ভগবান তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এদিকে স্বামীর এহেন সাফল্যে খুশি স্ত্রীও।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর