আচমকাই ২০২৫-র মাধ্যমিকের রুটিনে বড় বদল! এগিয়ে এল পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি পর্ষদের

চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শেষ হয়েছে। অন্যান্য বছরের মতো চলতি বছরের পরীক্ষা নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। বরং এই বছর যেন এই নিয়ে হৈচৈ আরো বেশি হয়েছিল। এদিকে চলতি বছরের পরীক্ষার ফলাফল এখনো বেরোয়নি, এরই মাঝে শিরোনামে উঠে এল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। কেউ হয়তো ভাবতেও পারেনি যে এমনটা হতে পারে।

এবার মাধ্যমিক ২০২৫ এর চূড়ান্ত দিন ঘোষণা হয়ে গেল। আপনার সন্তানও কি সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে আপনার ও আপনার সন্তানের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বড় ঘোষণা করা হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১৪ নয়, বরং ১২ ফেব্রুয়ারি থেকে হবে মাধ্যমিক পরীক্ষা। হ্যা ঠিকই শুনেছেন।

   

এর আগে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই জানানো হয়েছিল যে ২০২৫ সালে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। কিন্তু এবার আমুল বদলে গেল দিনক্ষণ। পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে, আগামী বছর ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি। পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী হওয়ায় এমনিতেই সরকারি ছুটির ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। যে কারণে এক ধাক্কায় ২ দিন এগিয়ে আনা হল মাধ্যমিক পরীক্ষা।

students

জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে নতুন সূচির বিজ্ঞপ্তি জারি করে শোরগোল ফেলে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর