ইউ-টার্ন শীতের, আর নেই রেহাই! আজ থেকে টানা দুর্যোগ দক্ষিণবঙ্গের সাত জেলায়

ঠান্ডা-গরম আবহাওয়ার মাঝেই চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই নাছোড়বান্দা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নতুন করে বাংলার আকাশে অশনি সংকেত দেখছে হাওয়া অফিস। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আপনিও কি বাড়ি থেকে বেরোনোর তোড়জোর করছেন? তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে ঝটপট জেনে নিন আবহাওয়ার হাল হকিকত। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ শহর কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলোতে আজ ঝেঁপে বর্ষণ হবে।

   

এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) অন্যান্য জেলাগুলিও। আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। সেইসঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে শহর কলকাতার পারদ কিছুটা হলেও এখন নিম্নমুখী রয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ঠান্ডা ইউটার্ন মেরে ফিরে এল?

আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্রিশগড়ের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যে কারণে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আজ সকাল থেকেই আকাশে রোদ ঝলমল করছে। সেইসঙ্গে শিরশিরানী একটা ঠাণ্ডাও অনুভূতি হচ্ছে।

weather

দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় বৃষ্টি

আজ থেকে নতুন করে ঝেঁপে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার জন্য। এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হবে বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর