হাওড়া-শিয়ালদহ থেকে একাধিক ট্রেনের সময় বদলাল রেল! রইল নয়া সময়সূচী

সমগ্র উত্তর ভারতের আবহাওয়া (Weather) এক প্রকার বদলে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়ছে দেশের জায়গায় জায়গায়। হু হু করে বইছে হাওয়া। অন্য দিকে বাড়ি থেকে বের হতে গেলেই কেঁপে উঠছেন সকলে। এদিকে শীতের মাঝেই দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা এই ঘন কুয়াশার কারণে চরম বিপত্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।

ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে রেল, বিমান সহ অন্যান্য যানবাহন পরিষেবা। তবে ফের একবার ব্যাহত হল রেল পরিষেবা। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

   

সম্প্রতি ভারতীয় রেলের (Indian Railways) তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেটা অনুযায়ী, হাওড়া (Howrah) থেকে শুরু করে শিয়ালদা (Sealdah) ডিভিশনের বহু ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সব থেকে বেশি দিল্লিগামী ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়েছে ঘন কুয়াশার কারণে। আসুন দেখে নিন তালিকা….

১) ট্রেন নম্বর ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ৩টের সময় হাওড়া থেকে রওনা দেবে৷

২) ট্রেন নম্বর ১২২৭৩ হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস আজ সকাল ৮.৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার বদলে ১৬.০১.২৪ তারিখে রাত ১.৪৫ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে রওনা দেবে।

train

৩) ট্রেন নম্বর ২২৩০৭ হাওড়া বিকানের এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ১.৩০ মিনিটে হাওড়া থেকে রওনা হবে।

৪) ট্রেন নম্বর ১৩৪১৩ মালদহ টাউন- দিল্লি ফরাক্কা এক্সপ্রেস আজ রাত ১১.২০ মিনিটে মালদহ টাউন থেকে ছাড়বে৷

৫) ট্রেন নম্বর ১২৯৮৭ শিয়ালদহ অজমেঢ় এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ১ টায় শিয়ালদহ থেকে রওনা দেবে।

৬) ট্রেন নম্বর ১২৩০৩ আপ হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস হাওড়া থেকে ১৬.০১.২৪ তারিখে রাত ১২.৩০ মিনিটে ছেড়ে যাবে৷

৭) ট্রেন নম্বর ১২৯৩৮ হাওড়া গান্ধিধাম এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে হাওড়া থেকে ভোর চারটের সময় রওনা দিয়েছে।

৮) এদিকে ট্রেন নম্বর ১৩০১৯ হাওড়া কাঠগোদাম এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ১.১৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে৷

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর