ফের রেল দুর্ঘটনা! এবার হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, থমকে গেল একাধিক ট্রেন

ফের দেশে ট্রেন (Train) দুর্ঘটনা ঘটে গেল। আবারও লাইনচ্যুত হল ট্রেন। ব্যাহত হল রেল পরিষেবা। সাতসকালে চরম ভোগান্তির শিকার হতে হল সাধারণ মানুষকে। বাংলার (West Bengal) বুকেই ঘটেছে নতুন করে এই রেল (Indian Railways) দুর্ঘটনা। মাথায় হাত সাধারণ নিত্য যাত্রীদের।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোথায় এই দুর্ঘটনা ঘটেছে? বা কোন ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে? তাহলে জানিয়ে রাখি, আজ সাত সকালে  হাওড়া-খড়গপুর (Howrah Kharagpur) শাখায় লাইনচ্যুত  হয়েছে একটি মালগাড়ি। নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলওয়ে আধিকারিকরা।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত মালগাড়িটিকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও যাত্রীদের জন্য রয়েছে অত্যন্ত খারাপ খবর। এহেন মালগাড়ির লাইনচ্যুত ঘটনার পর আপাতত আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একগুচ্ছ ট্রেন। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর