কলকাতা অতীত, এবার মাত্র ১০ টাকায় অত্যাধুনিক চিকিৎসা কল্যাণী AIIMS-এ! রইল খুঁটিনাটি

আর শয়ে শয়ে বা হাজার হাজার টাকা নয়, মাত্র ১০ টাকায় এইমস-এর (All India Institute Of Medical Sciences) মতো হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ। তাও আবার বাংলার (West Bengal) বুকে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই বাস্তব।

কল্যাণীতে (Kalyani) একটি এইমস  হাসপাতালের উদ্বোধন করতে চলেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই হাসপাতাল চালু হওয়ার আগে বিতর্কে জড়িয়েছে AIIMS। নদিয়া জেলায় অবস্থিত এইমস কল্যাণী ২০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে। এইমসের কল্যাণী ইউনিট, যার ওপিডি ২০১৯ সাল থেকে চালু রয়েছে, ১৭৯.৮ একর জমি জুড়ে বিস্তৃত। এটি ৩৪ টি বিভাগ এবং একটি মেডিকেল কলেজ সহ একটি ৯৬০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রাথমিকভাবে জানা গিয়েছে এখানে আপাতত ৯৬০টি বেড থাকছে। মেডিক্যাল আসন সংখ্যা থাকবে ১২৫টি।

   

কানাঘুষো শোনা যাচ্ছে, অনেকেই এখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। দেশের একেবারে নামকরা চিকিৎসকরা থাকবেন সেখানে। একেবারে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা থাকছে এখানে। কার্যত বিশ্বমানের চিকিৎসা পরিষেবা মিলতে পারে একই ছাতার তলায়। সূত্রের খবর, এখানে চিকিৎসা করাতে গেলে ১০ টাকা দিয়ে বুকলেট তৈরি করতে হবে। এই বুকলেটের মেয়াদ থাকবে ১ বছর। সেই ১ বছরের মধ্যে আপনি বিনামূল্যে একেবারে আধুনিকতম চিকিৎসা পাবেন।

সবথেকে বড় কথা, আপনার কাছে যদি আয়ুষ্মান কার্ডও থাকে তাহলে আপনি বাড়তি সুবিধা পাবেন। জানা যাচ্ছে, রোগী ভর্তির জন্য এখানে প্রথমে ৩৫০ টাকা দিতে হবে। মানে জেনারেল বেডের ভাড়া ৩৫ টাকা করে। এই নামমাত্র টাকার মধ্যেই রোগীদের খাবারের ব্যবস্থাও থাকবে। সিকিউরিটি মানি হিসাবে ২৫ টাকা দিতে হবে। একবারে বেড ভাড়া ও খাওয়া মিলিয়ে ১০ দিনের মোট টাকা ৩৫০ টাকা দিলেই হবে। তার সঙ্গে ২৫ টাকা যুক্ত করে অর্থাৎ ৩৭৫ টাকা দিলেই আধুনিকতম চিকিৎসা।

kalyani aiims

রবিবার এইমসের পাঁচটি হাসপাতাল দেশের উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যের তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর