লটারি লাগল ভুবন বাদ্যকরের, পেলেন জীবনের সবথেকে বড় জয়! হাতে পাবেন ১৩ কোটি টাকা

ফের একবার লাইমলাইটে উঠে এলেন কাঁচাবাদাম গান খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এবার তিনি শিরোনামে উঠে এলেন একটি ১৩ কোটির মামলা নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন, ১৩ কোটি টাকা। অপেক্ষার অবসান, অবশেষে কাঁচা বাদাম গানের স্বত্ত্ব ফিরে পেলেন ভুবন বাদ্যকর। হ্যাঁ ঠিকই শুনেছেন। মুম্বাইয়ের একটি আদালত তাঁর হয়ে রায় দিয়েছে। আর এই রায়ের ফলে স্বস্তি ফিরেছে বাদ্যকর পরিবারে। ভুবনের হাতে তুলে দেওয়া হয়েছে স্বত্বাধিকার সংক্রান্ত নোটিশ। বাঁকুড়ার (Bankura) একটি সংস্থার সঙ্গে চুক্তি করেও কারচুপির শিকার হতে হয়েছিল ভুবনকে।

শিল্পী জানান, ‘আমার এই গানটা প্রথম ‘আমার বীরভূম’ নিয়ে গেছিল।’ তিনি জানান, বিগত ২৯ নভেম্বর ২০২১ সালে ‘আমার বীরভূম’ নামে প্রথম তাঁর এই গানের খবরটি সম্প্রচার করে। সুযোগ বুঝে ইলামবাজারের গোপাল ঘোষ সেই সময় ভুবন বাদ্যকরের কাছে তাঁর গানের কপিরাইট লিখিয়ে নেন। ফলে কাঁচা বাদাম গান যাঁরাই সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখনই তাদের অ্যাকাউন্টে কপিরাইট লাগিয়ে টাকা দাবি করছেন গোপাল ঘোষ।

   

আর এই টাকা আদায়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি। এরপরেই আসরে নামেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এ নিয়ে বেশ কয়েকবার দুবরাজপুর থানায় ইলামবাজারের গোপাল ঘোষ ও তাঁর সংস্থা গোধুলিবেলা মিউজিকের বিরুদ্ধে অভিযোগ করেন ভুবন। কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে ভুবন কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন। তাঁর হয়ে লড়াইয়ে নেমেছিল বাঁকুড়ার মিউজিক সংস্থা।

bhuban badyakar

আর এই মামলায় জিতে গিয়েছেন ভুবন। ফিরে পেয়েছেন নিজের গানের কপিরাইট। এদিকে টাকার মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। যদি এই মামলাতেও তিনি জিতে যান তাহলে ১৩ কোটি টাকা হবে তাঁর। এখন দেখার আদালত কী রায় দেয়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর