লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই প্রকল্পেও মাসে ১০০০ টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার! কীভাবে পাবেন

ফের একবার বড় পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন যে তাঁর সরকার (Government Of West Bengal) রাজ্যের ক্রীড়াবিদদের চাকরি (Employment) দেওয়ার জন্য একটি নতুন “আইন” চালু করবে।

কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে খেলাশ্রী ও শৌর্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘খেলাশ্রী প্রকল্পের আওতায় এই বিধান করা হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কেউ যদি চাকরি নিতে ইচ্ছুক হন, তাহলে অরূপ বিশ্বাসের (Aroop Biswas) হাতে বায়োডাটা তুলে দিতে পারেন। কেরিয়ার গড়তে ইচ্ছুক ক্রীড়াবিদরা বিশেষ ব্যবস্থায় চাকরি পাবেন। আমরা নতুন আইন করব, এর মাধ্যমে আপনাদের চাকরি দেব।‘

বড় বয়ান মুখ্যমন্ত্রীর

   

তিনি বলেন, “আমি ইতিমধ্যেই মুখ্যসচিবকে কাগজপত্র প্রস্তুত করতে বলেছি, তাই আপনাকে সর্বদা স্বাগত। আপনারা সকলেই খেলাধুলায় আছেন যার অর্থ আপনি আমাদের বাকিদের থেকে বেশি ফিট। আপনি যদি পুলিশের চাকরিতে প্রবেশ করেন, আমি নিশ্চিত আপনারা একটি দুর্দান্ত কাজ করবেন। সুতরাং, সাধারণত যদি একজনের ১৮ মাসের প্রশিক্ষণের প্রয়োজন হয় (পুলিশে ভর্তি হওয়ার জন্য), খেলোয়াড়রা তাদের যোগ্যতার উপর নির্ভর করে এক মাসের প্রশিক্ষণের পরে চাকরি পেতে পারেন।“

mamata banerjee

এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, “৩২২ জন ক্রীড়াবিদকে পুরস্কার ও সম্মান জ্ঞাপন করছে৷ এই সরকার অনেক সম্মান বা পুরষ্কার চালু করেছে৷ খেল সম্মান দেওয়া হল। ১৫৬৭ অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক ১০০০ টাকা দেওয়া হল। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।“  এই অনুষ্ঠানে ৩২২ জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয় এবং সরকার ৬ কোটি টাকারও বেশি প্রাইজমানি প্রদান করে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদেরও সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর