আর নেই চিন্তা, ফের DA বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! এতটা বেড়ে যাবে বেতন

লোকসভা ভোটের মুখে এবার কার্যত লটারি লাগল সরকারি কর্মীদের (Employee)। সকলের আশংকাতেই রীতিমতো শিলমোহর পড়ল। বাংলার সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

অবশেষে এক ধাক্কায় আরো বেশ খানিকটা ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)।

   

আজ সরকারের তরফে দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। আর সেখানেই রাজ্যের সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করা হয়। লোকসভা ভোটের মুখে সরকারি কর্মীদের আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যদিও কেন্দ্রের সঙ্গে ফারাকটা রয়েই গেল। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র এখনো ফারাক ৩২ শতাংশ।

আজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বছরের মে মাস থেকে এই নতুন ডিএ-র হার কার্যকর হবে। এছাড়া সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে ভিলেজ, গ্রীন পুলিশের ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর