বাংলায় DA বৃদ্ধির দাবির হাতিয়ার ম্যাজিক নম্বর ‘৩৯২.৮৩’! এই সংখ্যার গুরুত্ব অবাক করবে

এখনও অবধি লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। এদিকে মহার্ঘ ভাতা বা ডিএ-র (Dearness allowance) জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employee) থেকে শুরু করে দেশের বহু রাজ্যের সরকারী কর্মীরা।

কানাঘুষো শোনা যাচ্ছে, আর হয়তো কয়েকদিনের মধ্যে DA বৃদ্ধি নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দেবে কেন্দ্রীয় সরকার (Central Government)। এদিকে বাংলার সরকারি কর্মীদেরও কপাল খুলতে চলেছে আগামী মে মাস থেকে। কারণ এতদিন ১০ শতাংশ হারে কর্মীরা DA পাচ্ছিলেন। তবে আগামী মে মাস থেকে আরো চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়ে ১৪ শতাংশ হারে পাবেন সকলে। সম্প্রতি এমনই ঘোষণা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

   

তবে এই ডিএ বৃদ্ধিতেও খুশি নন কর্মীরা। বিগত শয়ে শয়ে দিন ধরে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন বিক্ষোভরত সরকারি কর্মীরা। সময় যত এগোচ্ছে ততই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যদিও একটি ফর্মুলা রয়েছে যেটি সম্পর্কে হয়তো জানেন না অনেকেই।

আর এই ফর্মুলা হল কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হল – {গত ১২ মাসের অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর ২০০১=১০০) – ২৬১.৪২}/ ১১৫.৭৬ X ১০০। রিপোর্ট অনুযায়ী, গত ১২ মাসের অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় হল ৩৯২.৮৩। যা থেকে দেখা যায়, ২০২৪ সালের ডিএ বেড়ে ৫০.২৬ শতাংশ হওয়া উচিত। তবে যেহেতু সরকার দশমিকের ঘরকে গ্রাহ্য করে না, তই ৫০ শতাংশ হারেই ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলিতে থাকছে মাত্র ১৪ শতাংশ ডিএ। মে মাসের পর থেকে বাংলায় ১৪ শতাংশ ডিএ কার্যকর হলে সেই ফারাক নেমে ৩৬ শতাংশ হবে।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর