ডিগবাজি আবহাওয়ার! গরম, বৃষ্টি কাটিয়ে দক্ষিণবঙ্গে ফের শীতের প্রকোপ! কত নামবে পারদ?

যত সময় গেছে তত যেন আবহাওয়া (Weather) চোখ পাল্টি করছে বাংলার (West Bengal) ক্ষেত্রে। কখনো ঠান্ডা তো কখনো গরম এরকমই ওঠানামা করছে বাংলার পারদ। বর্তমান সময়ে উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া একরকম হাড় কাঁপানো হলেও দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া রীতিমতো ঘাম ধরানো।

জাঁকিয়ে শীত না থাকলেও বেশ একটা শিরশিরানী অনুভূতি পাচ্ছেন বাংলার মানুষজন। প্রশ্ন হচ্ছে তবে কি ফের একবার ইউটার্ন মেরে বাংলায় শীত ফিরছে? হাওয়া অফিস জানাচ্ছে, গোটা দক্ষিণবঙ্গে জুড়ে আজ আবহাওয়া আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ কিছুটা তাপমাত্রা নামবে।

   

এর পাশাপাশি কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে আজ আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পশ্চিমী ঝঞ্ঝা অপবালি হাওয়ার সংঘাতের কারণে বাংলার আবহাওয়ার মেজাজ এক প্রকার আমূল বদলে গেছে। শীত যেন গায়েবই হয়ে গেছে। বাংলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করেছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দিস।

তিনি জানিয়েছেন আগামী ১৫ই ফেব্রুয়ারি অবধি বাংলার আবহাওয়া এরকমই থাকবে অর্থাৎ ওঠা নামা করবে পারদ। সকালের দিকে ঠান্ডা থাকলেও বেলার দিকে আবার তাপমাত্রা বাড়বে। তবে শীতপ্রেমীদের জন্য একটি দারুন সুখ হবে শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস যা শুনে আপনিও খুশিতে লাফাবেন।

weather cold

আগামী দু’দিনে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করেছে আবার। এর ফলে তাপমাত্রা নামবে। শনিবার কলকাতায় ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে পারদ।

শহর কলকাতায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে তবে আপাতত এখন কোন বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও হু হু করে নামবে সেখানে দু একফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগামিকাল তা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর