‘বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে …’, ‘নির্লজ্জ কমেডি’ করা কাঞ্চনকে ধুয়ে দিলেন সুদীপ্তা

Koushik Dutta

Published on:

'বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে ...', 'নির্লজ্জ কমেডি' করা কাঞ্চনকে ধুয়ে দিলেন সুদীপ্তা

কলকাতাঃ বর্তমানে যত সময় এগোচ্ছে ততই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের মাত্রা ততই যেন বেড়ে চলেছে দেশবাসীর মধ্যে। সবথেকে বড় কথা বাংলার নির্ভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সকলের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী, স্কুল কলেজ পড়ুয়া, সেলেব সহ সকলেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নির্ভয়ার সঙ্গে হয়ে যাওয়া ঘটনার বিরুদ্ধে। অন্যদিকে বন্ধুর ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররাও তাদের সকলের একটাই বক্তব্য যতদিন না তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু এ কি বলে বসলেন কাঞ্চন মল্লিক? আরজি করে কাণ্ডের প্রতিবাদে শামিল হওয়া ডাক্তারদের উদ্দেশ্যে বিধায়ক কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুঁড়ে দেন যে তারা সরকারি বেতন নেবেন তো? শাসক দলের বিধায়কের এহেন মন্তব্যকে ঘিরে প্রবল বিতর্কে সৃষ্টি হয়েছে।

কাঞ্চন মল্লিকের এহেন মন্তব্যকে ঘিরে সাধারণ মানুষ তো বটেই, ইন্ডাস্ট্রির লোকেরাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। যার মধ্যে অন্যতম হলেন বিখ্যাত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সহকর্মীর মন্তব্যকে যে অভিনেত্রী মোটেও মেনে নিতে পারছেন না তা তিনি হারে হারে বুঝিয়ে দিলেন।

For Experts Recommendation Join Now

বিস্ফোরক সুদীপ্তা চক্রবর্তী

আরজি করের ঘটনা এবং ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কাঞ্চন মল্লিককে কড়া ভাষায় নিন্দা করেছেন সুদীপ্তা চক্রবর্তী। সামাজিক মাধ্যমে অভিনেত্রী একের পর এক পোস্ট করে গিয়েছেন কাঞ্চন মল্লিকের উদ্দেশ্য করে যা দেখে সকলেই রীতিমতো চমকে গিয়েছে রীতিমতো তিনি উত্তরপাড়ার বিধায়ককে ‘ত্যাগ’ করার কথাও বলেন। সুদীপ্তা ফেসবুকে লেখেন, ‘মাননীয় বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক এটা আপনি কী বললেন? কর্মবিরতিতে থাকা ডাক্তার রা সরকারী চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবী র মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবি তে মিছিলে গেছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন “বোনাস টোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?”?? ‘চাকরি’ শব্দ টা তো আপনি literally নিয়ে নিয়েছেন মশাই!!!!’

অভিনেত্রী আরও লেখেন, ‘সরকারি হাসপাতালের সরকারি কর্মচারী নৃশংস ভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবা কে ‘মেয়ে আত্মহত্যা করেছে’ বলল কেন– এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না, মানে, বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন। কিন্তু সেটাই pre condition নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবার ও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ই কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান। কিন্তু আজ যেটা করলেন, ওটা কমেডি ও হয়নি, অভিনয় ও হয়নি। ওটা কিছুই হয়নি। আপনার শুভ বুদ্ধি র উদয় হোক শিগগিরই, এই কামনা করি। এই সরকারি পুরস্কার অনুষ্ঠান গুলোয় আমার বহু বছর যাওয়া হয়ে ওঠে না। আচ্ছা, ওখানে পুরষ্কার দেবার আগে কি এই গুলো বলে দেওয়া হয়? মানে পুরষ্কার পাবার পরের Dos and Don’ts গুলো কী ও কয় প্রকার….? না, মানে জানতে চাইছি আর কি।’

কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ সুদীপ্তার?

অভিনেত্রী ফেসবুকে আরও লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী Kanchan Mullick, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে। (কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়ত, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু news media কে বললি, আমিও তাই social media তেই লিখলাম)’।

কী বলেছিলেন কাঞ্চন?

আপনিও কি জানতে ইচ্ছুক যে কাঞ্চন মল্লিক কী বলেছিলেন? তাহলে জানিয়ে রাখি, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক প্রশ্ন তোলেন কর্মবিরতিতে থাকা সরকারি কর্মচারিরা কি বেতন বা বোনাস নেন না?’

Share This ➥
X