একাধিক ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! ভয়ানক পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, হয়ে যান সাবধান

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার (West Bengal) আকাশের মুখ ভার। তবে শুধু আজকের দিনটা বললে ভুল হবে, বিগত দুদিন ধরেই বাংলায় যেন মনমরা আবহাওয়া। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ঝেঁপে বৃষ্টি অবধি হয়েছে, বইছে দমকা হাওয়া। আবার ভ্যাপসা গরমও রয়েছে বটে।

আবহাওয়া (Weather) দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর-পূর্ব অসম ও তার আশপাশের এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর বাংলাদেশের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি

   

এদিকে, আইএমডি (India Meteorological Department) পূর্বাভাস দিয়েছে যে ২২ ফেব্রুয়ারি বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২২ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এমনকি দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় আজ শিলাবৃষ্টি অবধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীত এমনিতেই পাত্তারি গুটিয়েছে বাংলা থেকে। ফলে এখন দিন হোক বা রাত, হু হু করে পারদ চড়ছে। এদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনায় ভরা মনোভাবের কারণে রাজ্যের সাধারণ মানুষকে মাশুল গুনতে হচ্ছে। যাইহোক, আপাতত বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি অবধি বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।

rain black weather

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল শুক্রবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরপর আগামী শনিবারও দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ-এ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর