হাজার হাজার নয়, এবার ২০০ টাকারও কমে দার্জিলিং ভ্রমণ! বাস ছাড়ছে NBSTC, রইল টাইমিং

দার্জিলিং (Darjeeling) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একদম হাতে গরম খবর। আর শয়ে শয়ে বা হাজার হাজার টাকা নয়, মাত্র ১৯৭ টাকা খরচ করে এবার খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সকলের প্রিয় দার্জিলিং-এ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

রোজকার ব্যস্ততায় ভরা দিনগুলিতে দু দণ্ড শান্তির দম ফেলার সময় থাকে না অনেকের। ফলে অনেকেই আছেন যারা এই রোজকার জীবন থেকে হাঁপিয়ে ওঠেন। একটু শান্তির খোঁজ করতে থাকেন অনেকে। মাইন্ড রিফ্রেশমেন্ট রাখতে অনেকেই অনেক কাজ করেন। কেউ ছুটি নিয়ে ঘরে থাকতে পছন্দ করেন তো কেউ কেউ আবার পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় ব্যয় করেন। কিন্তু এবার অনেকেই আছেন যারা কয়েকদিন হাতে একটু ছুটি ও সঙ্গে ব্যাগপত্তর গুছিয়ে কোথাও ঘুরে আসেন।

   

আর পাহাড় যেতে কে না ভালোবাসে। পাহাড় মানেই হল বাঙালির কাছে অন্যতম প্রিয় জায়গা হল দার্জিলিং নয়তো সিকিম। কিন্তু আজ এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন যে কীভাবে একদম নামমাত্র খরচে দার্জিলিং-এর মতো জায়গায় আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন বৈকি। আসলে আপনাকে এবার মাত্র ১৯৭ টাকা খরচ করে দিঘা যাওয়ার সুযোগ করে দিচ্ছে NBSTC । এতে কিন্তু আপনার সময়ও বাঁচবে বিরাট।

আসলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (North Bengal State Transport Corporation) মালদা ও ফারাক্কা ডিপোতে দুটি নতুন বাস পরিষেবা চালু করেছে। এই দুটি পরিবেশবান্ধব বাস শিলিগুড়ি (Siliguri) রুটে চলাচল করে। অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের মালদা ডিপোতে প্রথমবার বিএস-৬ পরিবেশবান্ধব বাস পেয়েছে। গৌড় কন্যা বাস টার্মিনাল এই দুটি পরিবেশবান্ধব বাস চালু করেছে।

nbstc
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড সদস্য চাঁদ মহম্মদ-সহ মালদহ ও ফরাক্কা ডিপোর দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিরেক্টর বোর্ড চাঁদ মহম্মদ বলেন, “জোড়া বাস পরিষেবা চালু হয়েছে। একটি ফারাক্কা থেকে এবং অন্যটি মালদা থেকে শিলিগুড়ি। আধুনিক এই বাসগুলো পরিবেশবান্ধব এবং যাত্রীরা এই বাস যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”

এখন আপনিও নিশ্চিয়ই ভাবছেন যে বাসগুলো কখন ছাড়বে? NBSTC সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোর ৫টায় মালদহ ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশে বাস ছাড়ে। শিলিগুড়ি পৌঁছবেন দুপুর ১২টায়। অন্যদিকে ফারাক্কা ডিপো থেকে ভোর সাড়ে পাঁচটায় আরেকটি বাস ছেড়ে যায় শিলিগুড়ির উদ্দেশ্যে। পরদিন আবার ফারাক্কার উদ্দেশে বাস ছাড়ে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অন্যান্য বাস ভাড়ার তুলনায় এই বাসের ভাড়া অনেকটাই কম রেখেছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর