কলকাতাঃ ভরা বর্ষায় শুরু হয়েছে নিম্নচাপের দাপট। রাজ্যজুড়ে লাগাতার অবিরাম ধারায় ঝড়ে চলেছে বৃষ্টি। চারিদিক থইথই অবস্থা। বিশেষ করে কলকাতা যেন ভেনিস হয়ে উঠেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন যে, কবে থামবে বৃষ্টি? তবে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এখনই বৃষ্টি থামার সম্ভাবনা নেই। মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গজুড়ে চলবে দুর্যোগ। এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজও বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে মঙ্গলবার অবধি। নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ড থেকে সরে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামী দিনে গুজরাটের দিকে চলে যাবে।
শুধু ভারী বৃষ্টিই নয়, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। তবে এই হাওয়া সমুদ্রে বওয়ার সম্ভাবনা।