কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার ক্রিকেট দল। এই সিরিজের জন্য শিডিউল জারি করা হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মধ্যে হতে চলা প্রথম টেস্ট পাঁচ নয় ছয় দিনের হবে। এর জন্য যথেষ্ট কারণও রয়েছে। আসলে এই সিরিজের আয়োজন করা হচ্ছে শ্রীলঙ্কায়। আর প্রথম টেস্টের মাঝেই শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেই কারণেই একদিনের রেস্ট দেওয়া হয়েছে। আইসিসি এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
দুই দশকের পর এই প্রথমবার পাঁচের বদলে ছয় দিনের হতে চলেছে টেস্ট ম্যাচ। এর আগে ২০০১ সালে কলম্বোতে জিম্বাবোয়ের বিরুদ্ধে হওয়া টেস্ট পাঁচ দিনের বদলে ছয় দিনের হয়েছিল। আসলে সেবার শ্রীলঙ্কার একটি জাতীয় উৎসব ছিল, সেই কারণে একদিনের রেস্ট দেওয়া হয়েছিল। বলে দিই, আসন্ন এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড তৃতীয় ও শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে।
তবে শুধু শ্রীলঙ্কাতেই ছয় দিনের টেস্ট ম্যাচ হয়নি। বাংলাদেশে ২০০৮ সালে নির্বাচন থাকার কারণে ছয়দিনে টেস্ট ম্যাচ হয়েছিল। ওই সময় বাংলাদেশের বিপক্ষে ছিল শ্রীলঙ্কা।