rohit sharma t20 wc

Indiahood Desk

বুমরাহ বা হার্দিক, কোহলি নন! বিশ্বকাপ জয়ের পিছনে অন্য ৩ জনার নাম নিলেন রোহিত

ইন্ডিয়া হুড ডেস্কঃ ২০০৭ এর পর ২০২৪ এ টি২০ বিশ্বকাপ জয় করেছে ভারত। ২০১১-র ১৩ বছর পর কোনও ICC ট্রফি হাতে এসেছে টিম ইন্ডিয়ার। এক দশকেরও বেশি সময় পর টিম ইন্ডিয়া বিশ্বজয় করায় গোটা ভারত খুশি ছিল। কিন্তু দুঃখও রয়েছে, কারণ এই বিশ্বকাপ জয়ের সাথে সাথেই ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তবে টি২০ থেকে অবসর ঘোষণা করলেও তাঁরা একদিনের এবং টেস্ট ম্যাচে খেলবেন।

এবারের বিশ্বকাপে অপরাজেয় হিসেবে শেষ করেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে হারা ম্যাচে জসপ্রীত বুমরাহর আগুনে বোলিংয়ের কারণে জয় পায় টিম ইন্ডিয়া। ওদিকে, ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী বোলিং। আর্শদীপ এবং বুমরাহর অনবদ্য স্পেল ভারতকে জয় এনে দেয়। তবে অধিনায়ক রোহিত শর্মার কাছে এরা কেউই ভারতের বিশ্বকাপ জয়ের কারিগর নন। রোহিত শর্মা এদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম নিয়েছেন।

   

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি২০ বিশ্বকাপ জয় করে। এরপর রোহিত শর্মাকে এ বছরের সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেও নির্বাচিত করা হয়। এরপর তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আমি তিন জায়গা থেকে খুব সাহায্য পেয়েছি। BCCI  সভাপতি জয় শাহ, দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আর নির্বাচক অজিত আগরকরের নাম নিয়ে রোহিত বলেন, এনারা শক্তিশালী ভারতীয় দল গড়তে খুব সাহায্য করেছিলেন। রোহিত বলেন, বিশ্বকাপ জয় এমন ছিল যা কথায় বলে ব্যক্ত করা যাবে না।