চলবে মেরামতি, বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! আগে ভাগেই সতর্ক করল কলকাতা পুলিশ

বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলী ব্রিজ (Second Hooghly Bridge) বহু মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকদিন কয়েক হাজার গাড়ি, মানুষ যাতায়াত করেন এশিয়ার অন্যতম বড় এই ব্রিজ দিয়ে। আপনিও কি এই বিদ্যাসাগর সেতু দিয়ে রোজ যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল একটি গুরুত্বপূর্ণ খবর।

ফের একবার বন্ধ থাকতে চলেছে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে এই ব্রিজ বন্ধ থাকার কারণে বহু মানুষের যে সমস্যা হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন আপনিও নিশ্চিয়ই ভাবছেন যে কতদিন এই ব্রিজ বন্ধ থাকবে? এই দ্বিতীয় হুগলী ব্রিজটি কলকাতা-হাওড়ার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ। তবে এই ব্রিজই নতুন করে বন্ধ থাকবে বলে জানান হয়েছে প্রশাসনের তরফে।

   

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার বন্ধ থাকবে এই সেতু। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে এই সেতু। নোটিস দিয়ে এমনই সাফ জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে । মূলত এক্সটেনশন কড এবং বিয়ারিং-র কিছু মেরামতির কাজ রয়েছে এর জেরে দু ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে সেতুটি। কলকাতা এবং হাওড়া সংযোগ করার অন্যতম সেতু এই হুগলি ব্রিজ।

সবথেকে বড় প্রশ্ন উঠছে, যদি ২ ঘণ্টা টানা এই ব্রিজ বন্ধ থাকে তাহলে গাড়িগুলো কোথা থেকে যাবে? এই বিষয়ে কলকাতা পুলিশ জানাচ্ছে, কলকাতা থেকে হাওড়া যাওয়ার গাড়ি গুলিকে স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছে।

second bridge

উল্লেখ্য সেতুটি এই ১৬টি তারের সংমিশ্রণ এবং ১৫২টি স্টে কেবলের সংমিশ্রণ। ১৯৯২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা এই সেতুতে প্রতিদিন ৭৫ হাজার যাত্রীবাহী যানবাহন ও ১৫ হাজার পণ্যবাহী যানবাহনসহ প্রায় ৯০ হাজার যানবাহন চলাচল করে। বিদ্যাসাগর সেতু ভারতের দীর্ঘতম কেবল-স্টেড সেতু।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর