ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেলেও চিন্তা নেই! চালান কাটবে না পুলিশ, লাগু নয়া নিয়ম

আপনার কাছেও কি চার চাকা বা দু’চাকা আছে? ড্রাইভিং লাইসেন্স (Driver’s license) রিনিউ করিয়েছেন কি? যদি না করিয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কারণ এবার বড় সিদ্ধান্ত নিল সড়ক মন্ত্রক।

সড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways) লার্নার লাইসেন্স (Learner’s License), ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্সের মেয়াদ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। ‘সারথি’ পোর্টালে কিছু সমস্যার কারণে মন্ত্রক লাইসেন্সের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারথি পোর্টালে কিছু সমস্যার কারণে লাইসেন্স সংক্রান্ত পরিষেবায় বিঘ্ন ঘটেছে আবেদনকারীদের।

   

এর পরিপ্রেক্ষিতে, এই জাতীয় লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্স, যার মেয়াদ ৩১ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে শেষ হয়েছে। তবে এখন কোনও জরিমানা আরোপ না করে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বৈধ বলে বিবেচিত হবে।মন্ত্রক জানিয়েছে যে, অনলাইন সেবা আংশিক বন্ধ থাকায় আবেদনকারী ফি প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, লার্নার লাইসেন্সের জন্য স্লট বুকিং, ড্রাইভিং স্কিল টেস্টের মতো সেবাগুলোর জন্য আবেদনে জটিলতা দেখা দিয়েছে। লার্নার লাইসেন্সের মেয়াদ ৬ মাস। এই সময়ের মধ্যে, আপনাকে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্থায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হবে।

driving licence

আগামী ৬ মাসের মধ্যে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে না পারলে পুনরায় লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিন পর স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যায়। লার্নার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে পুনরায় লার্নার লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর