গঙ্গার নীচে পরিষেবা শুরুর আগেই বড় সিদ্ধান্ত মেট্রোর! আচমকাই হচ্ছে ক্ষমতা হস্তান্তর, বন্ধ পরিষেবা

আপনিও কি কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রী? তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরি খবর। মেট্রো রেলওয়ে ব্যাক-আপ কন্ট্রোল সেন্টার (BCC) থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে (OCC) সমস্ত ট্রেন অপারেশন কন্ট্রোল সার্কিট স্থানান্তর করার জন্য ২৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ২৪ ফেব্রুয়ারি শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro Line 2) এর কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ-এর (MTP) তরফে ক্ষমা অবধি চাওয়া হয়েছে। যাইহোক, আর মাত্র কিছুদিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত তিনটি মেট্রো লাইন শুরু হয়ে যাবে বলে খবর। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং মাঝেরহাট অবধি মেট্রো পরিষেবা শুরু হওয়া নাকি মাত্র সময়ের অপেক্ষা। এই মেট্রো রুটগুলির উদ্বোধন হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বলে খবর।

   

তবে এরই মাঝে এই মেট্রো পরিষেবা নিয়ে বড় খবর প্রকাশ্যে উঠে এল। হাওড়া ময়দান (Howrah Maidan metro station) থেকে এসপ্ল্যানেড (Esplanade metro station) পর্যন্ত অংশের ট্রেন চলাচল ছাড়াও টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয় গেট-সহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাবতীয় ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক স্টেশনের কন্ট্রোল রুমের হাতে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এত দিন ওই ব্যবস্থা ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন থেকে পরিচালিত হত। তবে এবার নতুন পরিবর্তন ঘটানো হল। যে কারণে আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

kolkata metro

জোরকদমে শুরু হয়েছে কাজ। আগামী রবিবার অবধি চলবে এই কাজ। হাওড়া ময়দান-এসপ্লানেড অংশের কাজ সম্পূর্ণ। এত দিন হাওড়া স্টেশন থেকে যে ব্যবস্থায় হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হত, তা ছিল ‘ব্যাক আপ কন্ট্রোল’ (বিসিসি)। একটি বিকল্প সার্ভার ও কন্ট্রোল রুমের মাধ্যমে তা পরিচালিত হত। নতুন ব্যবস্থায় সেন্ট্রাল পার্ক ডিপোর অপারেশনাল কন্ট্রোল (ওসিসি) থেকে তা পরিচালিত হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর