হাওড়া থেকে রামপুরহাট যাওয়া আরও সহজ, কমে গেল ভাড়াও! রেলের ঘোষণায় খুশি যাত্রীরা

ভারতীয় শিল্প ও সাহিত্য জাতীয় গঠনে একটি বড় অবদান রেখেছে। সাহিত্যের সঙ্গে যুক্ত লেখক ও স্রষ্টারা বরাবরই বিশ্বমঞ্চে ভারতের সুনাম বজায় রেখেছেন। আমরা যদি বাংলার কথা বলি, তাহলে এই রাজ্য দেশকে মহান লেখকও দিয়েছে, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সর্বাগ্রে। নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও তাঁর রচনা বরাবরই শিল্পপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। এই মানুষটির সঙ্গে জড়িত বিশেষ স্থানের কথা বলতে চলেছি, যা সর্বদাই তাঁর জীবনের সঙ্গে যুক্ত ছিল। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) শান্তিনিকেতনের (Shantiniketan) কথা।

এই শান্তিনিকেতন ঘুরতে যেতে অনেকেই আছেন যারা ভালোবাসেন। বিশেষ করে যারা লালমাটির জায়গা পছন্দ করে থাকেন তাঁদের জন্য এই শান্তিনিকেতন একদম আদর্শ জায়গা। আপনিও কি সম্প্রতি শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর। বিশেষ করে আপনারও যদি ট্রেনে করে রবি ঠাকুরের দেশে যাওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে রইল একদম সোনায় সোহাগা খবর।

   

কারণ বেশ কিছু সময় পর ফের শুরু হল একটি ট্রেন। নতুন করে শুরু হল হাওড়া-বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার (Viswabharati Fast Passenger)। শুধু ট্রেনই চালু হয়নি বরং ভাড়াও কম হয়ে গেছে। কোভিডের সময়ে গোটা দেশের মতো পূর্ব রেলপথের (Eastern Railway Zone) হাওড়া-বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও করোনার পর থেকে ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

যদিও আচমকা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নাম বদলে করা হয় হাওড়া রামপুরহাট বিশ্বভারতী স্পেশাল। পাশাপাশি বর্ধমান তিনপাহাড় প্যাসেঞ্জারের ক্ষেত্রেও স্পেশাল যোগ করা হয়। তাতে এক লাফে ভাড়া বেড়ে কার্যত তিন গুণ হয়। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন সাধারণ রেল যাত্রীরা। অন্যদিকে হাওড়া জয়নগর প্যাসেঞ্জারকে রূপান্তরিত করা হয় এক্সপ্রেসে। সময়সূচির বদল হয়। তবে এর চিন্তা নেই, ট্রেনের ভাড়াও কমল পাশাপাশি পুরনো ট্রেনও চালু হল।

train

গুসকরা স্টেশন থেকে বর্ধমান স্টেশনের ভাড়া ছিল যেখানে ১০ টাকা সেখানে বিশ্বভারতী স্পেশাল, তিনপাহাড় স্পেশাল ও জয়নগর এক্সপ্রেসের ভাড়া গুণতে হয় ৩০ টাকা। যদিও এবার আমূল বদলে গেল নিয়ম। এই বিষয়ে বড় মন্তব্য করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি থেকে স্পেশাল ট্রেনগুলি প্রাক-অতিমারি অবস্থায় ফিরে গিয়েছে। স্পেশালের পরিবর্তে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ও তিনপাহাড় প্যাসেঞ্জার নামেই আবার সেগুলি চলাচল করবে। পাশাপাশি ভাড়াও কমে গিয়েছে। ফলে এখন রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে ভাড়া হল ৪৫ টাকা। এত দিন ছিল ৮৫ টাকা। পূর্ব রেল জানাচ্ছে, একই ভাবে বর্ধমান রামপুরহাট পর্যন্ত তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেনে ভাড়া গুণতে হচ্ছিল ৫৫ টাকা। কিন্তু এখন থেকে তা হল ২৫ টাকা। ফলে খুশির হাওয়া বইছে রেল যাত্রীদের মধ্যে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর