টেক্কা দেবে হাওড়া, শিয়ালদাকেও! বনগাঁ স্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেল, চমকে দেবে নয়া রূপ

ভারতীয় রেল (Indian Railways) এখন আধুনিকীকরণের দিকে এগোচ্ছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) আওতায় ভারত সরকার (Government Of India) দেশের ৫০৮টি রেল স্টেশনকে (Train Station) পুনরুজ্জীবিত করবে। বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের শিলান্যাস করেন।

এগুলি সমস্ত ২৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মোট বাজেট ২৪,৭০০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ১৩০০ স্টেশনকে মাল্টি মডেল হাবের আওতায় নিয়ে যাওয়া হবে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মোট ৫০৮ টি রেল স্টেশন পুনরুজ্জীবিত করা হবে। এই অমৃত ভারত স্কিমের আওতায় রেলওয়ে স্টেশনগুলিকে একদম ঝাঁ চকচকে করে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

   

কেন্দ্রের এই স্কিমের আওতা থেকে বাদ যাবে না বাংলাও। আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন, তাহলে জানলে খুশি হবেন, বাংলার বহু রেলওয়ে স্টেশনগুলোর চেহারাই বদলে দেওয়া হবে বলে খবর। ইতিমধ্যে তালিকা প্রকাশ্যে এসেছে যে কোন কোন স্টেশনকে একদম হাইটেক করে তোলা হবে।

তবে এবার প্রকাশ্যে এসেছে বাংলার বনগাঁ স্টেশনের (Bangaon Junction railway station) কিছু ছবি, যা দেখে সকলের রাতের ঘুম একপ্রকার উড়ে গিয়েছে। এটা রেল স্টেশন নাকি বিদেশের কোনো জায়গা ধরতে পারছেন না অনেকে। যদিও চিত্রটি কম্পিউটারাইজড। ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘বনগাঁ জংশন রেল স্টেশন এর অমৃত ভারত প্রকল্পের নতুন বিল্ডিং কতটা সুন্দর হবে দেখতে পাচ্ছেন। রেলের ফেসবুক পেজ থেকে নেওয়া চিত্র।’

bangaon

জানা গিয়েছে, বাংলার ৯৪টি রেল স্টেশনকে এই অমৃত ভারত স্কিমের আওতায় আনা হয়েছে। এই স্টেশনগুলো হল

আদ্রা
আলিপুরদুয়ার জংশন
আলুয়াবাড়ি রোড
অম্বিকা কালনা
অন্ডাল জংশন
আন্দুল
আসানসোল জংশন
আজিমগঞ্জ
বাগনান
বালি
ব্যান্ডেল জংশন
বনগাঁ জংশন
বাঁকুড়া
বরাভূম
বর্ধমান
ব্যারাকপুর
বেলদা
বহরমপুর কোর্ট
বেথুয়াডহরি
ভালুকা রোড
বিন্নাগুড়ি
বিষ্ণুপুর
বোলপুর শান্তিনিকেতন
বার্নপুর
ক্যানিং
চন্দননগর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর