রেলের চাকরি এবার আরও সহজ, মিলবে এই দুর্দান্ত সুবিধা! লটারি লাগল যুবক, যুবতীদের

জীবনে পড়াশোনা করে ভালো চাকরি (Job) করতে কে না চান। দেশে এমন বহু বেকার যুবক যুবতী রয়েছেন যারা ভালো চাকরির (Employment) জন্য রাস্তায় রাতে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আছেন যারা আবার সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন।

আপনিও কি সরকারি চাকরি (Government Job) করতে ইচ্ছুক? বিশেষ করে আপনিও কি রেলে (Indian Railways) চাকরি করার জন্য মুখিয়ে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর। রেলের বেশ কিছু পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)। যদিও রেলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়মে একটি বিরাট বড় পরিবর্তন এনেছে RRB, যা শুনে আপনিও হয়তো খুশিতে ডগমগ হয়ে যাবেন।

   

রেলে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখা তরুণদের জন্য রয়েছে বড় খবর। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ৫০০০ পদে নিয়োগের পর এবার টেকনিশিয়ানের ৯০ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করল RRB। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের ঘোষণা করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের (এএলপি) ৫৬৯৬টি পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে রেলের। এই নিয়োগে যোগ দিতে ইচ্ছুক এমন প্রার্থীরা নির্ধারিত শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে এই নিয়োগে অংশগ্রহণের জন্য আবেদনপত্র পূরণ করতে পারবেন।

তবে এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, সহকারি লোকো পাইলট নিয়োগের ক্ষেত্রে যে বদল এনেছে তা হল বয়সের ক্ষেত্রে। নতুন বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, নিয়োগে বয়সের ক্ষেত্রে তিন বছর ছাড়ের ঘোষণা করা হয়েছে।

railway job
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসংরক্ষিত আসনের ক্ষেত্রে যাদের জন্ম ২ জুলাই ১৯৯১ থেকে ১ জুলাই ২০১৭ এর মধ্যে তারা আবেদন করতে পারবেন। ওবিসি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা ২ জুলাই ১৯৮৮ থেকে ১ জুলাই ২০০৬ হলে আবেদন করতে পারবেন। আবার তপশিলি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা ২ জুলাই ১৯৮৬ থেকে ১ জুলাই ২০০৬ এর মধ্যে জন্ম হলে আবেদন করতে পারবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর