বাংলার এই রুটে ভাড়া কমল ৬৫ শতাংশ! নিত্যযাত্রীদের দাবি মেনে বড় ঘোষণা পূর্ব রেলের

রেল যাত্রীদের জন্য রইল একটি বাম্পার সুখবর। আপনিও যদি নিত্য রেলযাত্রী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আর বেশি টাকা নয়, আরো জলের দরে আপনার জন্য রেখে ভ্রমণের ব্যবস্থা করল রেল (Indian Railways)। উপকৃত হবেন হাজার হাজার নিত্য যাত্রী।

যত সময় এগোচ্ছে ততই রেল ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের জন্য সহজতর করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে রেল। প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য এই রেল ব্যবস্থার ওপরেই ভরসা করেন। বড় বড় শহর হোক বা শহরতলি, জায়গায় ছুটে চলেছে ট্রেন। কোথাও দূরপাল্লা তো কোথাও লোকাল ট্রেন। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং লোকাল ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে রইল একদম সোনায় সোহাগা খবর।

   

একটি রুটের ভাড়া ঝপ করে কমিয়ে দিল পূর্ব রেল (Eastern railway zone)। একটি রুটে ট্রেনের ভাড়া ছিল ৩০ টাকা, তবে এবার সেটা ঝপ করে ১০ টাকা করা হয়েছে। এখন আপনিও নিশ্চয়ই কোন রুটে এই ভাড়া কমেছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, কাটোয়া-আহমেদপুর শাখায় (Ahmadpur–Katwa line) কমেছে ট্রেন ভাড়া। এই প্রসঙ্গে পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার জানান, “দেশজুড়ে কোভিডের সময় ভাড়া বেড়েছিল। পূর্ব রেলের ওই শাখায় ভাড়া আগের পর্যায়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে।”

জানা গিয়েছে, গত রবিবার কাটোয়া-আহমেদপুরের নতুন একটি ট্রেনের যাত্রা শুরু হয়। এতদিন এই রুটে সারাদিনে একটা ট্রেন চলছিল। রবিবার থেকে সেই ইতিহাসের যবনিকা টেনে এবার থেকে দু’টি ট্রেন চলল।নতুন এই মেমু ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়।

local train

এরপর ফিরতি পথে ১২টা ৫০ মিনিটে ফের সেখান থেকে ছেড়ে কাটোয়া ফেরে বিকেল ৪টে ২০ মিনিটে। নতুন কনভেশনাল কোচের এই ট্রেনটি মাঝে ১৪টি স্টেশনে দাঁড়ায়। এই শাখাটি রেলের কাছে ব্র‌াত‌্য বলে বরাবর অভিযোগ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর