আর নয় রেহাই! DA আন্দোলনের মাঝে বড় সিদ্ধান্ত, কর্মীদের ঘোষণায় বিপাকে পশ্চিমবঙ্গ সরকার

দুই দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বাড়ালেও রাজ্য সরকারি কর্মীদের (Employee) আন্দোলন যেন থামারই নাম নিচ্ছে না। একবার ২৫ ডিসেম্বরের আগে তারপর চলতি বছরের রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করা হয়। আগামী মে মাস থেকে মোট ১৪ শতাংশ হারে সরকারি কর্মীরা মহার্ঘ্য ভাতা পাবেন বলে ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবুও কেন্দ্রের সঙ্গে এই ডিএ-র ফারাক বেশ অনেকটাই। আর এটাই হজম করতে পারছেন না সরকারি কর্মীরা। ফলে দফায় দফায় বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীরা।

তবে এই ১৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধিতেও বরফ গলেনি বলে মনে হচ্ছে। কারণ ফের একবার আসরে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ৬ থেকে ৭ মার্চ নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে। এই আন্দোলন প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন ডিএ আন্দোলনের অনুতম বড় মুখ ভাস্কর ঘোষ। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদেরও। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, সেই ডিএ-র হার নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ক্ষেত্রে যা হয়ে থাকে।

   

ভাস্কর ঘোষের মতে, “বিগত ১২ বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন হয়েছে। দুটো কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে ৮২ শতাংশ। বর্তমান কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পান। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই পরিমাণটা ১০ শতাংশ। নতুন করে যে ৪ শতাংশ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে। কিন্তু এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারও কিন্তু আরও ৪ শতাংশ মার্চ মাসেই ঘোষণা করতে চলেছে। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক ৩৬ শতাংশে গিয়েই দাঁড়ালো।”

তিনি আরও বলেন, “এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবন যাত্রার মান দিনের পর দিন কমছে, আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডিএটা ঘোষণা করছে, বাজারমূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারীরা শুধু নন, অস্থায়ী কর্মচারীরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

da bengal peotest

রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি নিয়ে তিনি বলেন, “আমরা রাজ্য সরকারের ডিএ বাড়ানোর বানানো সিদ্ধান্তে কোনভাবেই খুশি নই। কারন আমাদের বকেয়া ছিল ৩৬ শতাংশ, সেখান থেকে আমাদের মাত্র ৪ শতাংশ দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে, সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে তাদের মিনিমাম ওয়েজ এর নিচেই কাজ করানো হচ্ছে। আমরা এটার অবসান চাইছি।”

আগামী মার্চ মাসে বিক্ষোভ প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, “আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এ মাসের ২২ তারিখ সব রাজ্য সরকারি দফতরে কর্মবিরতি পালন করা হবে। কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না। আগামী মাসে ৩ তারিখ আমাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। সেখানে জমায়েত এবং সভাও হবে। আগামী মাসের ৬ এবং ৭ তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি।”

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর