বিরাট সুখবর, কপাল খুলল এই কর্মীদের! আচমকাই বাড়ল আরও ৪% DA, হয়ে গেল ঘোষণা

আরও চার শতাংশ ডিএ (Dearness allowance) বা মহার্ঘ্য ভাতা বাড়িয়ে দেওয়া হল কিছু সরকারি কর্মীদের (Employee)। ফলে হোলির আগে বহু সরকারি কর্মীর মুখে চওড়া হাসি ফুটেছে। খুশি বহু মানুষ। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আচমকা কাদের DA বাড়ল? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। আসলে জল জীবন মিশনের (Jal Jeevan Mission) হাজার হাজার কর্মী জল জীবন মিশনে তাঁদের অসাধারণ কৃতিত্বের জন্য বড় উপহার পেয়েছেন। তাদের বেতন অনেক বাড়বে। বুধবার সন্ধ্যায় জল নিগম বোর্ড মিটিংয়ে ম্যানেজমেন্ট কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) চার শতাংশ বাড়িয়েছে। এই মহার্ঘ ভাতা ছিল আগে ১৯৬ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২০০ শতাংশে।

আর এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। কর্মচারীদের বেতন এখন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। এই বৃদ্ধি জল নিগম গ্রামীণ বাজেটে প্রায় ছয় কোটি টাকা অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবে। ৩,২৬৫ জন কর্মচারী এবং ৭,৫৯৬ জন পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন। আগামী ১ মার্চ থেকে বর্ধিত বেতন কার্যকর হবে।

   

জল নিগম পল্লীর পঞ্চম বোর্ড সভা বুধবার সদর দফতর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি প্রিন্সিপাল সেক্রেটারি নমামি গঙ্গে এবং গ্রামীণ জল সরবরাহ বিভাগের অনুরাগ শ্রীবাস্তব, জল নিগম গ্রামীণ ম্যানেজিং ডিরেক্টর ডঃ বালকার সিং, বোর্ড সদস্য ব্রিজরাজ যাদব, রাজেশ প্রজাপতি এবং অরুণ কুমার উপস্থিত ছিলেন। এই বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনার পর চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেমন কোনো কর্মীর বেতন যদি বর্তমানে ২৫ হাজার টাকা হয়, তাহলে চার শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁর বেতন বাড়বে এক হাজার টাকা। একইভাবে আরোহী ক্রমানুসারে বেতন বাড়তেই থাকবে। ৩,২৬৫ জন কর্মচারী এবং ৭,৫৯৬ জন পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন। মাসিক ভিত্তিতে কর্মচারীদের বেতন বাবদ ২১ লক্ষ টাকা এবং পেনশনভোগীদের বেতন বাবদ ২৯ লক্ষ টাকা খরচ হবে।

da up

মোট মাসিক অতিরিক্ত বাজেট ব্যয় হবে ৫০ লক্ষ টাকা এবং বার্ষিক অতিরিক্ত বাজেট ব্যয় হবে ৬ কোটি টাকা।   এ ছাড়া জল নিগম গ্রামীণ কার্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য বাজেট সংক্রান্ত বোর্ড সভায় বোর্ড সভায় প্রস্তাবও পাস হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর