কলকাতাঃ শিলং লাজংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। তবে ময়দানের আরেক প্রতিপক্ষ মোহনবাগান গতকাল শক্তিশালী পাঞ্জাব এফসিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করে নিয়েছে। এবার ২৭ আগস্ট যুবভারতীতে বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন শিবির। এই ম্যাচে জয় পেয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্যেই নামবে পালতোলা নৌকা।
গতকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে মোহনবাগানের গোলকিপার বিশালের গুরুত্বপূর্ণ দুটি সেভই পার্থক্য গড়ে দেয়। ফলাফল ৬-৫ গোলে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় মেরিনার্সরা। এবার যুবভারতীতে নামবে মেরিনার্সরা। কিন্তু ওই ম্যাচের টিকিট কীভাবে পাবেন? সেটাই জানাব আজ।
যুবভারতীতে মোহনবাগান ও বেঙ্গালুরুর ম্যাচের টিকিটের দাম নির্ধারণ হয়েছে। ১০০, ১৫০ ও স্ট্যান্ড C2-র টিকিট মূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই এই ম্যাচের টিকিট কিনতে পারবেন আপনারা। অনলাইনের জন্য বুকমাইশো ওয়েবসাইটে নজর রাখতে হবে।
অফলাইনের টিকিট কোথা থেকে পাওয়া যাবে এখনও তা ঘোষণা না হলেও, ময়দানের ক্লাব তাঁবু ও সল্টলেক স্টেডিয়ামের ব্লক অফিসেই যে মিলবে, তা আশা করছে ফুটবল প্রেমীরা। এছাড়াও মোহনবাগান ক্লাবেও টিকিট মিলতে পারে।