বিশাল কেরামতি পর্ণার, খেল দেখিয়ে দিল TRP তালিকায়! এই সপ্তাহে বেঙ্গল টপার কে?

যত সময় এগোচ্ছে ততই যেন নতুন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে কিছু বাংলা সিরিয়াল (Bengali Serial)। বিগত কয়েক সপ্তাহে কিছু বাংলা ও কিছু নতুন সিরিয়াল ইত্যাদি মিলিয়ে টিআরপি (Target rating point) তালিকায় নিজের নাম তুলতে পেরেছে। বাংলা সিরিয়ালগুলির চাহিদা ক্রমে বাড়ছে।

সেইসঙ্গে ক্রমে বাড়ছে দর্শকের সংখ্যাও। আগে তো ছিলই, এখনো বহু মানুষের যেন পেটের ভাত হজম হয় না সিরিয়াল না দেখলে। এদিকে সধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে বাংলা চ্যানেলগুলিও একের পর এক সিরিয়াল এনে সকলকে চমকে দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলা সিরিয়ালগুলি জনপ্রিয়তা অর্জন করেছে, বেশ কয়েকটি শো উচ্চ টিআরপি রেটিং অর্জন করেছে। তবে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়াল ইতিমধ্যেই অন্যান্য ভারতীয় ভাষায় রিমেক করা হয়েছে।

   

যাইহোক, আরো একটা বৃহস্পতিবার এসে গেছে। আর এই বৃহস্পতিবার আসা মানেই টানটান উত্তেজনা। কারণ প্রত্যেক বৃহস্পতিবারই ব্যাংক সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড বেরোয়। এই সপ্তাহেও বেরিয়েছে। কিন্তু এই সপ্তাহে রয়েছে একটি বিরাট চমক। মূলত পাত্তাই পেল না স্টার জলসা। এই সপ্তাহে টিআরপি লিস্ট অনুযায়ী ‘রাজ’ করল জি বাংলা (Zee Bangla)।

জগদ্ধাত্রী থেকে শুরু করে নিম ফুলের মধু, ফুলকি…টিআরপি তালিকায় প্রথম দিকে নাম তুলে নজির গড়েছে। ফুলকি জমে উঠেছে ডিভোর্স ট্র্যাককে ঘিরে। এদিকে নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার বুদ্ধিতে ঘায়েল সকলে। জগদ্ধাত্রীর কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার বেঙ্গল টপার হল কোন সিরিয়াল জানেন? রইল তালিকা…

bengali serial

  • প্ৰথম: জগদ্ধাত্রী (৮.৮)
  • দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)
  • তৃতীয়: ফুলকি (৮.১)
  • চতুর্থ: গীতা LLB (৭.৯)
  • পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৭.৬)
  • ষষ্ঠ: কার কাছে কই মনের কথা (৭.০)
  • সপ্তম: অনুরাগের ছোঁয়া (৬.৮)
  • অষ্টম: কথা (৬.৬)
  • নবম: তোমাদের রাণী (৬.৪)
  • দশম: সন্ধ্যাতারা (৬.৩)

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর