ইন্ডিয়া হুড ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১ বছরের বেশি ভারতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে এল সুখবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা T20 সিরিজে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন মহম্মদ শামি। গতকাল শনিবার বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি।
মুক্ত কাড়া হল হার্দিক পান্ডিয়ার
ইংল্যান্ডের বিরুদ্ধে দল নির্বাচনে বড় চমক দিয়েছে BCCI। টিম ইন্ডিয়ার নিয়মিত একাধিক নিয়মিত প্লেয়ার বাদ পড়েছেন এই T20 সিরিজ থেকে। ওদিকে কেড়ে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার মুকুট। আসলে কিছুদিন ধরে ভারতীয় T20 দলের দায়িত্ব সামলে আসছেন সূর্যকুমার যাদব। এবং সহ অধিনায়ক হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। তবে, এবার আর পান্ডিয়াকে সহ অধিনায়ক করা হয়নি। তাঁর বদলে অক্ষর প্যাটেলকে এই দায়িত্ব পালন করতে দেখা যাবে।
ওদিকে চোটের কারণে আপাতত দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে ঋষভ পন্থ, কেএল রাহুল, মহম্মদ সিরাজকে সুযোগ দেয়নি BCCI। তবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজের ক্ষমতার প্রদর্শন করা নীতীশ কুমার রেড্ডি ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন। পাশাপাশি KKR-র তরুণ পেসার হর্ষিত রানাও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ওদিকে বাদ পড়েছেন KKR-র আরেক তরুণ প্লেয়ার রমণদীপ সিং।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।