রতন টাটার পাঁচ উপদেশ, যা মেনে চললে আপনার জীবনে আর রইবে না কোনও সমস্যা

Koushik Dutta

Published on:

রতন টাটার পাঁচ উপদেশ, যা মেনে চললে আপনার জীবনে আর রইবে না কোনও সমস্যা

ইন্ডিয়া হুড ডেস্কঃ রতন টাটা… ভারতের একজন ধনকুবের ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী বললে ভুল হবে, একজন ভালো মনের মানুষও বটে তিনি। তিনি টাটা গ্ৰুপের চেয়ারম্যান। কিন্তু তাঁর মতো বড় মাপের মাটির মানুষ হয়তো খুব কমই আছেন। আজ এই প্রতিবেদনে রতন টাটার এমন কিছু কথা বা উপদেশ যাই বলুন না কেন, নিয়ে আলোচনা হবে যা মেনে চললে আপনিও জীবনে সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও তাহলে জেনে নিন রতন টাটার অনুপ্রেরণামূলক চিন্তাগুলি।

রতন টাটার কিছু উপদেশ

১) যদি কেউ আপনাকে পাথর মারে তাহলে সেই পাথর আপনি নিজের প্রাসাদ তৈরী করার ক্ষেত্রে ব্যবহার করুন।

For Experts Recommendation Join Now

২) টেলিভিশনের জীবন সত্যি নয় আর জীবন টিভি সিরিয়ালের মতোও হয় না। বাস্তবে শুধু কাজ আর কাজই করে যেতে হয়।

৩) সকলেরই জীবন উত্থান-পতনে পূর্ণ, তাই এটিকে অভ্যাস করুন।

৪) আপনি নিজেকে প্রমাণ না করা পর্যন্ত লোকেরা আপনার আত্মসম্মানের পরোয়া করবে না।

৫) কলেজ শেষে ৫ অঙ্কের বেতনের কথা ভাববেন না, কেউ রাতারাতি প্রেসিডেন্ট হয়ে যায় না। এর জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রম।

৬) আমরা মানুষ মেশিন নই। ফলে জীবনকে উপভোগ করুন। সবসময় সিরিয়াস থাকবেন না।

৭) আমি সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাস করি না, আমি আগে সিদ্ধান্ত নিই তারপর তাদের সঠিক প্রমাণ করি।

৮) দোষ আপনার, ব্যর্থতা একান্তই আপনার, কাউকে দোষারোপ করবেন না। ফলে নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান।

৯) আপনার বন্ধুদের যারা ভাল পড়াশোনা করে এবং কঠোর পরিশ্রম করে তাদের কখনই জ্বালাতন করবেন না। একটা সময় আসবে যখন আপনাকে হয়তো তাঁর অধীনে কাজ করতে হতে পারে।

১০) যারা অন্যকে অনুকরণ করে তারা অল্প সময়ের জন্য সাফল্য অর্জন করতে পারে তবে জীবনে বেশি এগোতে পারে না।

Share This ➥
X