শ্বেতা মিত্রঃ পকেটে টাকা থাকলে কার না ভাল লাগে? হাতে টাকা মুখে হাসি। হাসিও এখন খুব দামি। পকেটে উড়ছে মাছি, টাকা নেই। বাড়তি রোজগারের জন্য অনেক উপায় আছে। কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ চাকরি ব্যবসা দুটোই করেন। কারও ভাগ্যে আবার কোনওটাই নেই। থাকলেও হয়তো পর্যাপ্ত অর্থ নেই। জিনিসপত্রের দাম উত্তরোত্তর বাড়ছে, তার ওপর টাকাকড়ির অভাব। অগত্যা লটারির দোকান। ঝটিতে অর্থ প্রাপ্তির আশায় অনেকে ছুটে যান লটারির দোকানে। লটারি কাটেন বহু মানুষ। টাকা পাচ্ছেন ক’জন? লটারি জিতে লক্ষ্মী.লাভ হল ভাগ্যের ব্যাপার। কার ভাগ্য কেমন সেটা জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন। কয়েকটি রাশির জাতক-জাতিকারা ইচ্ছা হলে লটারি কেটে দেখতেই পারেন। অর্থাগমের সুযোগ রয়েছে।
এই রাশির জাতক-জাতিকারা একদমই লটারি কিনে টাকা খরচ করবেন না-
মিথুন- ইচ্ছা হলেও নিজেকে সংযত থাকুন। এখন লটারি কাটা মানে ঝুঁকি নেওয়া।
সিংহ রাশি– এই সপ্তাহে সিংহ রাশির কারও লটারির জন্য টাকা বের না করাই ভাল।
বৃশ্চিক- শুভ যোগ নেই। লটারি না কাটাই বুদ্ধিমানের কাজ হবে।
কোন কোন রাশির লটারি জেতার সুযোগ রয়েছে?
মেষ- সেপ্টেম্বর মাসের শুরুর দিকে অর্থ ভাগ্য খুব একটা ভালো না। এই সময়ে লটারি না কাটাই ভাল। মাসের দিকে একবার চেষ্টা করে দেখতে পারেন।
বৃষ- শুভ যোগ রয়েছে। লটারির কেটে দেখতে পারেন।
কর্কট- মিশ্রভাব। সপ্তাহের শেষের দিকে একবার টিকিট কেটে দেখুন। পরের দিকে লটারির টিকিট কেনা বুদ্ধিমানের কাজ হবে না।
তুলা- ভাগ্য ভালো, চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু খুব বেশি লটারি কিনবেন না।
ধনু- সুযোগ রয়েছে। একবার লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতেই পারেন।
কুম্ভ- মিশ্র ভাগ। লটারি জেতা, না জেতার সম্ভাবনা ৫০-৫০।
মীন- অর্থভাগ্য মোটামুটি। জিততেও পারেন, আবার না-ও পারেন।