ইন্ডিয়া হুড ডেস্কঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিনটি বিনোদনপ্রেমীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই লক্ষ্মীবারেই জানা যায় কোন সিরিয়াল, নন ফিকশন শো কাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল আবার কোন শো পিছিয়ে গেল। তবে টিআরপি লিস্ট মানেই হল চমকের পর চমক। অন্যান্য সপ্তাহের মতো এবারেও যে TRP লিস্টটি প্রকাশ্যে এসেছে তা দেখে সকলের চোখ কমবেশি ছানাবড়া হয়ে গিয়েছে। কারণ এই সপ্তাহেও কপাল পুড়ল জি বাংলার। অন্যদিকে পোয়া বারো হল স্টার জলসার।
প্রকাশ্যে এল TRP তালিকা
কয়েক সপ্তাহ ধরে জি বাংলা বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছিল। তবে আগের সপ্তাহ থেকেই যেন রীতিমতো সব ওলটপালট হতে শুরু করেছে। ফের একবার জয়ের শেষ হাসি হাসল স্টার জলসা। আগের সপ্তাহে জলসার মেগা কথা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছিল। এবারেও তাই হল। যত সময় এগোচ্ছে কথার বুদ্ধিতে কুপোকাত হচ্ছে শত্রুরা। আর এই ব্যাপারটিই খুব মনে ধরেছে দর্শকদের বলে মনে হচ্ছে। এই নিয়ে টানা ৩ সপ্তাহ টিআরপি শীর্ষে থাকল স্টার জলসা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর পাশাপাশি বেঙ্গল টপার হল কথা সিরিয়ালটি। এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৭.৩।
বাকি সিরিয়ালগুলির অবস্থা এক নজরে
দ্বিতীয়- ফুলকি, গীতা LLB, উড়ান – ৭.১।
তৃতীয়- নিম ফুলের মধু, রোশনাই – ৬.৪।
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী, শুভ বিবাহ – ৬.১।
পঞ্চম- বঁধূয়া – ৫.৬।
ষষ্ঠ- মিঠিঝোরা – ৫.৫।
সপ্তম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৪।
অষ্টম – অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল -৫.০।
নবম- কে প্রথম কাছে এসেছি -৪.৫।
দশম- পুবের ময়না – ৩.৬।