জিম্বাবুয়ের (Zimbabwe national cricket team) প্রাক্তন অধিনায়ক (Captain) ও অভিজ্ঞ ক্রিকেটার (Cricket Player) হিথ স্ট্রিক (Heath Streak) ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচও ছিলেন তিনি। ২০০৫ সালে খেলেছিলেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। বিগত কিছু সময় ধরে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন ছিলেন হিথ স্ট্রিক। একদা তাঁর সঙ্গী হেনরি ওলাঙ্গা, বর্তমান জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস, ভারতীয় ক্রিকেটার অশ্বিন সহ অনেক খেলোয়াড়ই সোশ্যাল মিডিয়ায় হিথ স্ট্রিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
হেনরি ওলাঙ্গা লিখেছেন, ‘দুঃখজনক খবর আসছে যে হিথ স্ট্রিক আর নেই। তিনি ছিলেন আমাদের সেরা অলরাউন্ডার। তাঁর সাথে খেলা আনন্দদায়ক ছিল।” একই সময়ে, শন উইলিয়ামস লিখেছেন যে, ‘আমার কাছে সমবেদনা ব্যক্ত করার কোনও ভাষা নেই। আপনি এবং আপনার পরিবার আমার এবং আরও অনেকের জন্য কী করেছেন তা আমি ব্যাখ্যা করতে পারব না। আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আপনি আমাদের বেঁচে থাকার জন্য একটি সুন্দর পরিবার এবং উত্তরাধিকার রেখে গেছেন। আপনাকে মিস করব। আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনার আত্মা শান্তিতে থাকুক, স্ট্রিকি।”
হিথ স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। অলরাউন্ডার হিসেবে তার পারফরম্যান্স ছিল চমৎকার। টেস্টে ২১৬ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। ৭৩ রানে ৬ উইকেট ছিল তাঁর সেরা পারফরম্যান্স। ৫ উইকেট নিয়েছেন ৭ বার। এছাড়াও তিনি একটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি সহ ১৯৯০ রান করেছেন। তার সেরা পারফরম্যান্স ছিল অপরাজিত ১২৭ রান। ওয়ানডে রেকর্ড সম্পর্কে কথা বলতে গেলে, স্ট্রিক ২৩৯ উইকেট নিয়েছিলেন। ৩২ রানে ৫ উইকেট ছিল তাঁর সেরা পারফরম্যান্স। এছাড়াও ১৩টি হাফ সেঞ্চুরির ভিত্তিতে করেছেন ২৯৪৩ রান।
হিথ স্ট্রিকই জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১ হাজারের বেশি রান এবং ১০০-র বেশি উইকেট নিয়েছিলেন। ২০২১ সালে ICC তাকে দুর্নীতির কারণে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছিল। তিনি জিম্বাবুয়ের অন্যতম সফল ওডিআই অধিনায়কও ছিলেন।