আপনিও কি বাংলা সিরিয়াল (Tv Serial) দেখতে ভালোবাসেন আপনিও যদি জি বাংলার (Zee Bangla) প্রত্যেকটা সিরিয়াল দেখতে ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরী খবর এই খবর শুনে হয়তো আপনার মাথাতেও বাজ ভেঙে পড়তে পারে। কার কানাঘুষো শোনা যাচ্ছে জি বাংলার একের পর এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে।
হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন সেই তালিকায় রয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়াল গুলো কিছুদিন আগে অবধি টিআরপির (Target rating point) অনেকটাই টপ লিস্টে ছিল। কিন্তু হঠাৎ করেই জি বাংলার মোট তিনটি ধারাবাহিক বা সিরিয়াল যাই বলুন না কেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই অফ এয়ার হতে চলেছে। এও শোনা যাচ্ছে যে নাকি চলতি মাসের ২৩ তারিখের মধ্যেই এগুলো বন্ধ হতে চলেছে।
শোনা যাচ্ছে, খেলনা বাড়ি, গৌরী এলো, ইচ্ছে পুতুল… এই তিনটি মেগা ধারাবাহিক নাকি বন্ধের মুখে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা সিরিয়াল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। তবে এই জনপ্রিয় তিনটি সিরিয়ালের বন্ধ হওয়ার কথা শুনে সিরিয়াল প্রেমীদের মাথায় এক প্রকার হাত পড়েছে। সম্প্রতি কিছু সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েছিল।
যেমন মেঘ-নীল-ময়ূরীর ইচ্ছে পুতুল সিরিয়ালকেই ধরা যাক। ‘ইচ্ছে পুতুল’কে নামিয়ে আনা হয়েছে সন্ধ্যায় যেখানে বাকিদের নিয়ে যাওয়া হয়েছে রাতের স্লটে। বর্তমানে তিনজনের সম্পর্কে সমীকরণ অনেকটাই টানটান করে তুলেছে এই সিরিয়ালকে। তাও নাকি শোনা যাচ্ছে, এই সিরিয়ালগুলি নাকি বন্ধ হতে চলেছে। আপনি জানলে অবাক হবেন অনুরাগের ছোঁয়ার মতন সিরিয়ালকে টেক্কা দিতে পেরেছে এই ইচ্ছে পুতুল ফলে এটুকু বলাই যায় যে এখনই অন্তত বন্ধ হচ্ছে না জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালটি।
এদিকে এই সিরিয়াল বন্ধের খবরটি প্রকাশ্যে এনেছে টেলি আড্ডা নামক একটি পেজ। সেখানে লেখা হয়েছে যে, ‘২৩ নভেম্বরই শেষ হতে চলেছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক। তার পরবর্তী তে আসছে সেই প্রোডাকশনেরই নতুন ধারাবাহিক আমাদের সকলের খুবই প্রিয় মুখ ফিরতে পারে সেই ধারাবাহিকে।’ সেই পেজ আরও বলেছে, প্রোডাকশন হাউসের প্রাইভেসির জন্য এখনই তারা সিরিয়ালের নাম প্রকাশ্যে আনতে চান না।