মাঝ রাস্তায় ঋত্বিক চক্রবর্তীকে বেদম অপমান ইউটিউবার ঝিলম গুপ্তর! চরম বচসা দুজনার

সোশ্যাল মিডিয়াতে (Social Media) আজকাল বিভিন্ন উঠতি ইউটিউবার (Youtuber), ভ্লগারদের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। তারা মাঝেমধ্যেই কাওকে রোস্ট করেন তো কখনো বিভিন্ন ভেজ, নন-ভেজ জোকস শুরু করে বিভিন্ন নায়ক নায়িকাদের নিয়ে। ঝিলম গুপ্তও (Jhilam Gupta) সেরকমই এক উঠতি ইউটিউবার।

   

মাঝেমধ্যেই চুল চেরা বিশ্লেষণ করতে দেখা যায় তাকে। কম বেশি সকলেই চেনেন তাকে। কিন্তু তাই বলে টলিউড অভিনেতাকে এভাবে এক হাত নিলেন তিনি! সেটা কীভাবে সম্ভব! ভিডিও দেখামাত্র অনেকেই অবাক। সামনে বসে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)!

ঋত্বিককে টেকো বলে ডাকতেই বেজায় চটে গিয়ে মেজাজ হারালেন অভিনেতা। আর তারপরই মাঝরাস্তায় তুমুল বচসা শুরু হয়। আর এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। আসলে হয়েছে কি, ঝিলম গিয়েছিলেন এটিএমন-এ টাকা তুলতে। আর গেটের বাইরে পোস্টিং ছিল অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। তাকে দেখে একাধিক প্রশ্নবাণ হেনে দেন ঝিলম গুপ্ত।

তিনি টাকা তুলতে গিয়ে যা যা সমস্যার সম্মুখীন হয়েছেন তার এক লম্বা ফিরিস্তি দেন তিনি। যদিও সিকিওরিটি গার্ড ঋত্বিকের কাছে সেইসমস্ত প্রশ্নের উত্তর থাকেনি। আর সেই নিয়ে চলে তর্ক বিতর্ক! জনগণ অবশ্য হাসির রোল তুলেছে সেই দেখে। যদিও আসে পাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা কিছুক্ষমের জন্য বুঝতেও পারেননি যে নিরাপত্তারক্ষা কর্মী আদপে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী!

বেশিক্ষণ অবশ্য সেই বচসা টানতে পারেননি ঝিলম। কিছুক্ষণ পরই সবাই চিনে নেয় অভিনেতাকে। তাহলে কি সত্যিই ঝগড়া চলছিল? আজ্ঞে না, এই পুরো ঘটনাটাই আসলে সাজানো। আগামী ছবি মায়ারজঞ্জালের প্রচারের জন্যই এমন ভিডিও ভাইরাল করা হয়েছে। ঋত্বিক চক্রবর্তীর লুক নিয়েও কথা বার্তা শুরু হয়েছে অবশ্য।